Advertisement
Advertisement
Shaheb Bhattacherjee

সিরিয়ালের দুনিয়ায় সাহেব! কোন নায়িকাকে দেখা যাবে তারকার বিপরীতে?

এর আগে ছোটপর্দায় সাহেবকে সঞ্চালক হিসেবে দেখা গিয়েছে।

Shaheb Bhattacherjee reportedly to debut in Serial as hero | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:November 8, 2023 3:00 pm
  • Updated:November 8, 2023 3:02 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সিরিয়ালের দুনিয়ায় পা রাখছেন অভিনেতা সাহেব ভট্টাচার্য (Shaheb Bhattacherjee)। টলিপাড়ার অন্দরে কান পাতলেই শোনা যাচ্ছে এই খবর। এর আগে ছোটপর্দায় অভিনেতাকে সঞ্চালক হিসেবে দেখা গিয়েছে। তবে এবারে খবর, এই প্রথমবার ধারাবাহিকের নায়ক হিসেবে অভিনয় করতে চলেছেন তারকা।

Advertisement

Saheb-1

ময়দানের কিংবদন্তি সুব্রত ভট্টাচার্যর ছেলে সাহেব। নিজের জোরেই টলিউডে জায়গা পেয়েছেন। ১৯৯৬ সালে মুক্তি পেয়েছিল প্রভাত রায়ের জাতীয় পুরস্কারজয়ী ছবি ‘লাঠি’। সেই সিনেমার মাধ্যমেই ইন্ডাস্ট্রিতে সাহেবের পথ চলা শুরু হয়। তার পর ‘গোরস্থানে সাবধান’, ‘ইতি মৃণালিলী’, ‘রয়্যাল বেঙ্গল রহস্য’, ‘ডবল ফেলুদা’, ‘উড়ান’-এর মতো সিনেমায় অভিনয় করেছেন। ‘শ্বেতকালী’, ‘বন্য প্রেমের গল্প’র মতো ওয়েব সিরিজও রয়েছে তাঁর ঝুলিতে।

[আরও পড়ুন: নেশায় ডুবে গিয়েছিলেন ববি দেওল! কেন হয়েছিল এমন অবস্থা? করণের প্রশ্নে কেঁদে ফেললেন অভিনেতা]

এর আগে ‘কাকাবাবু ফিরে এলেন’ মিনি টিভি সিরিজে অভিনয় করেছেন সাহেব। আবার প্রয়াত ঋতুপর্ণ ঘোষের টেলিফিল্ম ‘তাহার নামটি রঞ্জনা’তে দেখা গিয়েছে তাঁকে। সঞ্চালনার দায়িত্বও সামলেছেন। জল্পনা যদি সত্যি হয়, তাহলে এই প্রথমবার সিরিয়ালের নায়ক হিসেবে সাহেবকে দেখা যাবে।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া এখনও পর্যন্ত সাহেবের পক্ষ থেকে পাওয়া যায়নি। অবশ্য টেলিপাড়ায় গুঞ্জন, নতুন সিরিয়ালে সাহেবের বিপরীতে দেখা যাবে অভিনেত্রী সুস্মিতা দে-কে। এর আগে ‘পঞ্চমী’ সিরিয়ালের নায়িকা ছিলেন সুস্মিতা। মাস দুয়েক আগে ধারাবাহিকটি শেষ হয়েছে।

Saheb-Sushmita

[আরও পড়ুন: বলি তারকাকের ‘আপনজন’, কে এই ওরি? করণ জোহরের প্রশ্নের জবাব দিলেন সারা-অনন্যা]

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ