সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এপ্রিলে চারহাত এক হয়েছিল দু’জনের। দু’মাস কাটতে না কাটতেই শার্লি মোদক ও অভিষেক বসুর ইনস্টাগ্রাম পোস্ট ঘিরে শুরু হয়েছিল হঠাৎই জল্পনা। ‘কোনও কিছুই দীর্ঘস্থায়ী নয়’, এমনই এক পোস্ট করেছিলেন তাঁরা দু’জন। যা দেখে সকলের মনে আশঙ্কা জেগেছিল। অবশেষে বিচ্ছেদ জল্পনায় ইতি টানলেন ছোটপর্দার নবদম্পতি।
অনেকেই ভেবছিলেন হয়তো বিয়ের দু’মাসের মধ্যেই দূরত্ব বেড়েছে পছন্দের জুটির। অনেকে আবার মনে করেছিলেন ব্যাক্তিগত জীবনের কোনও ওঠাপড়া নয় নিজেদের আগামী কোনও কাজের প্রচারের জন্যই এমন চমক দিয়েছেন তাঁরা দর্শককে। সেই ভাবনাই সত্যি হল। নিজেদের নতুন কাজের জন্যই এমন চমক দিয়েছিলেন শার্লি-অভিষেক। বৃহস্পতিবার সকালে নিজেদের ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন তাঁরা। সেখানে তাঁদের আগামী মিউজিক ভিডিও আসছে খুব শীঘ্রই তা জানিয়ে প্রচার ঝলক নিজেদের ইনস্টাগ্রামে ভাগ করে নিয়েছেন জুটি। সেই ভিডিওর ঝলকে দেখা যাচ্ছে, দুটি অচেনা মানুষের প্রেমে পড়া থেকে বিয়ে ও বিচ্ছেদ এই পুরো ঘটনাটি তুলে ধরা হয়েছে।
View this post on Instagram
ভিডিওর শেষটুকু দেখে চোখের পাতা ভিজেছে নেটিজেনদের। অনেকেই কমেন্ট বক্সে লিখেছেন, ‘ঠিক জানতাম কোনও বড়সড় সারপ্রাইজ আসছে।’, কেউ আবার লিখেছেন, ‘খুব সুন্দর মানাচ্ছে দু’জনকে।’গত এপ্রিলে চারহাত এক হয়েছে শার্লি ও অভিষেকের। ঘনিষ্ঠজনেদের নিয়ে বসেছিল সেই বিয়ের আসর। শুধু তা নয়, বিয়েতে বাঙালি সাজে নয় বরং লেহেঙ্গা ও শেরওয়ানিতে সেজেছিলেন দু’জন। রিয়েল লাইফে না হলেও রিল লাইফে এবার এক্কেবারে সাবেকি বাঙালি বিয়ের সাজে এই ভিডিওতে দেখা গেল তাঁদের। এখন অপেক্ষা নতুন মিউজিক ভিডিওতে তাঁদের নতুনভাবে দেখার। ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.