Advertisement
Advertisement
Shruti Das

সিনেমায় অভিনয়ে ব্যস্ততার মাঝেই ছোট পর্দায় ফিরছেন শ্রুতি! কার সঙ্গে বাঁধছেন জুটি?

কোন ধারাবাহিকে ফিরছেন শ্রুতি?

Shruti Das will be back in bengali televison

ছবি: ইনস্টাগ্রাম

Published by: Arani Bhattacharya
  • Posted:July 31, 2025 9:13 pm
  • Updated:July 31, 2025 9:13 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এখনও অবধি তাঁর শেষ ধারাবাহিক ‘রাঙা বউ’। তিনি অভিনেত্রী শ্রুতি দাস। রাঙা বউ ধারাবাহিক শেষ হওয়ার পর চলতি বছরে বড় পর্দায় পা রেখেছেন তিনি। তবে এবার ফের টলিপাড়ার অন্দরে গুঞ্জন আবারও নাকি ছোট পর্দায় ফিরছেন অভিনেত্রী। শোনা যাচ্ছে জি বাংলার ধারাবাহিকেই ফের তাঁকে দেখা যাবে।

Advertisement

কোন ধারাবাহিকে ফিরছেন শ্রুতি? কার বিপরীতে দেখা যাবে তাঁকে এসব কিছু এখনও জানা যায়নি। তবে শোনা যাচ্ছে যে, শ্রুতির বিপরীতে জনপ্রিয় কোনও অভিনেতাকেই দেখা যাবে। এই বিষয়ে এখনও কোনও সিলমোহর যদিও দেননি শ্রুতি। উল্লেখ্য, এই মুহূর্তে অভিনেত্রীর কেরিয়ারে বৃহস্পতি তুঙ্গে। বড় পর্দা থেকে ওটিটি প্ল্যাটফর্ম সব জায়গাতেই নিজের অভিনয় দক্ষতা প্রমাণ করে দিয়েছেন শ্রুতি। কাজ করেছেন চলচ্চিত্র জগতের কিংবদন্তি শিল্পীদের সঙ্গে। নতুন ধারাবাহিক নিয়ে কথা বলতেই অভিনেত্রীর সঙ্গে যোগাযোগ করেছিল সংবাদ প্রতিদিন ডিজিটাল। যদিও অভিনেত্রীকে ফোনে পাওয়া যায়নি।

২০১৯ সালে ‘ত্রিনয়নী’ ধারাবাহিকের হাত ধরে টেলিভিশন দুনিয়ায় জার্নি শুরু করেন শ্রুতি। এরপর ‘দেশের মাটি’, ‘রাঙা বউ’ একের পর এক ধারাবাহিকের মাধ্যমে হয়ে উঠেছিলেন দর্শকের নয়নের মণি। সাম্প্রতিককালে অভিনয় করেছেন উইনডোজের ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’ ছবিতে। তবে বড় পর্দা ও ওটিটিতে কাজ করলেও তাঁর শিকর অর্থাৎ ছোট পর্দা ছাড়ার কথা কখনই ভাবেননি শ্রুতি। এবার কোন ধারাবাহিকে ফিরছেন অভিনেত্রী এখন তা দেখার।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ