সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ধর্ষণ মামলায় বেশ কয়েকদিন জেলে বন্দি ছিলেন। আদালতের নির্দেশ মেনে ধর্ষিতাকে বিয়ের পর তবে রেহাই পান। জামিনে মুক্ত হন দুই বাংলার জনপ্রিয় গায়ক মাইনুল আহসান নোবেল। তবে তার কয়েকদিনের মধ্যেই ফের বিপাকে ‘চিরবিতর্কিত’ গায়ক। মাঝরাতে মদ্যপ অবস্থায় গাড়িচালককে মারধরের অভিযোগ উঠল তাঁর বিরুদ্ধে। শনিবার মাঝরাতে ঢাকার কল্যাণপুর এলাকার ঘটনার খবর পেয়ে মিরপুর মডেল থানার পুলিশ তাঁকে আটক করে নিয়ে যায় থানায়। জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তবে এখনও এবিষয়ে মামলা দায়ের হয়নি বলেই পুলিশ সূত্রে খবর।
ঘটনাটা ঠিক কী? জানা যাচ্ছে, শনিবার রাতের দিকে অ্যাপক্যাব ভাড়া করে নোবেল ঢাকার কল্যাণপুর থেকে যাচ্ছিলেন হাবুলের পুকুরপাড় এলাকায়। সঙ্গে ছিলেন স্ত্রী সালসাবিল মাহমুদ। চালকের অভিযোগ, গন্তব্যস্থলে পৌঁছনোর পরও গাড়ি থেকে নামতে চাননি নোবেল। চালক আকবর হোসেন তাঁকে নামতে বললে উলটে চালককে গালিগালাজ করেন বলে অভিযোগ। বাদানুবাদ চরমে পৌঁছয়। অভিযোগ, সেসময় মদ্যপ ছিলেন নোবেল, চালকের গায়ে হাত তোলেন। চালক আকবর হোসেনের চিৎকার শুনে ছুটে আসেন আশপাশের লোকজন। তাঁরাই প্রত্যক্ষদর্শী হিসেবে পুলিশকে খবর দেন।
খবর পেয়ে মিরপুর মডেল থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। তখন প্রায় মধ্যরাত। ঘটনাস্থল থেকে আক্রান্ত অ্যাপক্যাব চালককে উদ্ধার করা হয়। এরপর নোবেলকে আটক করে নিয়ে যাওয়া হয় থানায়। প্রত্যক্ষদর্শীদের অভিযোগের ভিত্তিতে নোবেলকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত অফিসার সাজ্জাদ রোমান জানান, গায়ক মাইনুল আহসান নোবেলকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে এখনও কোনও মামলা দায়ের হয়নি। এই ঘটনায় ফের নোবেলের আচরণ নিয়ে নিন্দা শুরু হয়েছে বিভিন্ন মহলে। বিভিন্ন সময় নানা বিতর্কে জড়ানোর পরও তিনি কেন সতর্ক হচ্ছেন না, সেই প্রশ্নও উঠছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.