Advertisement
Advertisement
Kiuki Saas Bhi Kabhi Bahu Thi

ছোটপর্দায় ফিরছে ‘কিঁউ কি সাস ভি কভি বহু থি’, পুরনো চরিত্রেই ধরা দেবেন স্মৃতি

'তুলসী' চরিত্রে তুমুল জনপ্রিয়তা পেয়েছিলেন স্মৃতি ইরানি।

Smriti Irani come back in with Kiuki Saas Bhi Kabhi Bahu Thi

ছবি: সোশাল মিডিয়া

Published by: Arani Bhattacharya
  • Posted:May 31, 2025 9:26 pm
  • Updated:June 4, 2025 4:34 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একসময় টেলিভিশনের পর্দায় ছিল তাঁর নিত্য আসা যাওয়া। পরে অভিনয়ের বদলে রাজনীতির মঞ্চেই তাঁকে পেয়েছেন দর্শক। তিনি স্মৃতি ইরানি। একসময় ছোট পর্দায় তাঁর ধারাবাহিক এক অন্য মাত্রা পেয়েছিল। নির্দিষ্ট সময়ে দর্শক ঠিক বসে পড়তেন টেলিভিশনের পর্দায় নতুন পর্ব দেখার জন্য। একতা কাপুরের সেই বিখ্যাত ধারাবাহিক ‘কিঁউ কি সাস ভি কভি বহু থি’ ধারাবাহিকে ‘তুলসী’ চরিত্রে তুমুল জনপ্রিয়তা পেয়েছিলেন স্মৃতি।

২৫ বছর পর ফের পর্দায় ফিরছে সেই ধারাবাহিক আর তার সঙ্গে অভিনয়ে ফিরছেন স্মৃতি নিজেও। তুলসী এবং মিহির বিরানীকে ফের পর্দায় দেখার জন্যও দর্শক উন্মুখ হয়ে রয়েছেন। শোনা যাচ্ছে, ‘কিঁউ কি সাস ভি কভি বহু থি’ সিজন ২-এর পোস্টার শুট হয়ে গিয়েছে। জুনের প্রথম সপ্তাহে শুরু হতে পারে ধারাবাহিকের প্রোমো শুট। তারপর জুলাই মাসের প্রথম দিকে স্টার প্লাসে রাত ১০টা ৩০-এর স্লটে নাকি দেখানো হবে এই ধারাবাহিক। কাজেই বলা যায় চরিত্রের পাশাপাশি ধারাবাহিকের টাইম স্লটও একই রাখা হয়েছে।

স্মৃতি ইরানি ও একতা কাপুর, ছবি: সোশাল মিডিয়া

জানা যাচ্ছে এই ধারাবাহিকের শুটিং ফ্লোরে বিশেষভাবে নজর দেওয়া হচ্ছে স্মৃতি ইরানির সুরক্ষার দিকে। জেড প্লাস সুরক্ষা বলয়ে থাকবেন তিনি। শুধু তাই নয় ফ্লোরে নাকি ফোন ব্যবহার করতে পারবে না কেউ। স্মৃতি ও একতা ছাড়া ট্যাপ করা হবে ইউনিটের সকলের ফোন। ২০০০ সালে শুরু হয়ে একতা কাপুরের এই ধারাবাহিক চলেছিল দীর্ঘ আট বছর। ২০০৮ সালে শেষ সম্প্রচার হয় এই ধারাবাহিকের। যা মাত্র ১৫০টি পর্বের জন্য ২০০০ পর্বের মাইলফলক ছুঁতে পারেনি। শোনা যাচ্ছে ‘কিঁউ কি সাস ভি কভি বহু থি’ সিজন ২তে নাকি সেই ১৫০টি পর্বই থাকবে। সত্যিই কি তাই? নাকি নতুন মোড়কে নতুনভাবে এই ধারাবাহিক ফিরছে তা অবশ্য ধারাবাহিক সম্প্রচার শুরুর পরেই বোঝা যাবে। 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement