Advertisement
Advertisement

Breaking News

Smriti Irani

‘আমি ফুলটাইম রাজনীতিবিদ, পার্টটাইম অভিনেত্রী’, পর্দার নয়া জার্নি নিয়ে অকপট স্মৃতি ইরানি

রাজনীতির রঙ্গমঞ্চ থেকে অভিনয়ে প্রত্যাবর্তন নিয়ে মুখ খুললেন স্মৃতি ইরনি।

smriti irani said
Published by: Arani Bhattacharya
  • Posted:July 9, 2025 7:43 pm
  • Updated:July 9, 2025 7:43 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১৭ বছর পর পর্দায় ফিরছে টেলিভিশনের ম্যাগনাম ওপাস শো‘কিঁউ কি সাস ভি কভি বহু থি’। খুব তাড়াতাড়ি পর্দায় দেখা যাবে ধারাবাহিকের দ্বিতীয় সিজন। সম্প্রতি প্রকাশ্যে এসেছে এই ধারাবাহিকের প্রোমো ও তুলসী ভিরানির লুক। আগের মতোই এই ধারাবাহিকে দর্শক ফের পাবেন তুলসী চরিত্রে স্মৃতি ইরানিকে। পছন্দের অভিনেত্রীকে ফের পর্দায় পছন্দের চরিত্রে ফিরে পাওয়ার খবরে প্রথম থেকেই উচ্ছ্বসিত দর্শক। অন্যদিকে অভিনয় থেকে অনেক দূরে ছিলেন স্মৃতি ইরানি। পুরোদস্তুর রাজনৈতিক ব্যক্তিত্ব তিনি এখন। রাজনীতির রঙ্গমঞ্চ থেকে অভিনয়ে তাঁর প্রত্যাবর্তন নিয়ে চলছে বহু জল্পনা। এবার সেই নিয়েই মুখ খুললেন স্মৃতি ইরনি।

Advertisement

সম্প্রতি এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে এক সাক্ষাৎকারে সম্প্রতি স্মৃতি ইরানি ভাগ করে নেন তাঁর ফের অভিনয় শুরুর অভিজ্ঞতা। ‘আপনার ঠিক কতটা নার্ভাস লাগছে নতুন জার্নিতে?’ তাঁকে এই প্রশ্ন করা হলে স্মৃতি ইরানি উত্তরে বলেন, “আমি একজন রাজনীতিবিদ। কোনও বিষয়েই তাই আমি বিচলিত হই না। নার্ভাসও হই না”। রাজনীতির পাশাপাশি অভিনয়ে ফেরা প্রসঙ্গে স্মৃতি ইরানি আরও বলেন, “আমি একজন ফুলটাইম রাজনীতিবিদ। পার্টটাইম অভিনেত্রী। আমি দুটোই সমানতালে চালিয়ে যাচ্ছি। যেটা আমার মনে হয় বেশ কঠিন। তবে আমার মনে হয় আমি একাই নই এরকম অনেক দৃষ্টান্ত রয়েছে যেখানে দেখা যায় অনেকেই নিজের পেশার পাশাপাশি পার্টটাইমে অনেক কিছুই করেন সেভাবেই আমিও অভিনয় করব”।

Smriti Irani come back in with Kiuki Saas Bhi Kabhi Bahu Thi
ছবি: সোশাল মিডিয়া

২০০০ সালে টেলিপর্দায় জনপ্রিয় ধারাবাহিক ‘কিঁউ কি সাস ভি কভি বহু থি’ ধারাবাহিক দর্শকমনে এক অন্য জায়গা তৈরি করেছিল। নির্দিষ্ট সময়ে টেলিভিশনের পর্দায় তুলসী ও মিহিরের দাম্পত্যের রসায়ন রীতিমতো উপভোগ করতেন দর্শক। ২০০৮ সালে বন্ধ হয় সেই জনপ্রিয় ধারাবাহিকের প্রচার। তবে পথচলা শেষ হলেও দর্শকের স্মৃতির পাতায় আজও উজ্জ্বল ‘কিঁউ কি সাস ভি কভি বহু থি’ধারাবাহিকের নানা স্মৃতি। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ধারাবাহিকে তুলসীর লুক। আগামী ২৯ জুলাই, রাত ১০.৩০ মিনিটে সম্প্রচারিত হবে ‘কিঁউ কি সাস ভি কভি বহু থি’।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement