ছবি- ফেসবুক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত এপ্রিল মাসেই ‘বুলেট সরোজিনী’র প্রোমোয় মহাচমক দিয়েছিলেন শ্রীময়ী চট্টরাজ। সবে ‘রাগিনী চ্যাটার্জি’ হিসেবে পথ চলা শুরু করেছিলেন। একমাসও পেরোয়নি। এই কটা দিনে কী এমন হল যে, ‘বুলেট সরোজিনী’ ধারাবাহিক ছেড়ে বেরিয়ে গেলেন শ্রীময়ী?
‘বুলেট সরোজিনী’তে আর দেখা যাবে না কাঞ্চনপত্নীকে। শনিবার আচমকাই সোশাল মিডিয়ায় এই ধারাবাহিক ছেড়ে বেরিয়ে যাওয়ার ঘোষণা করেন শ্রীময়ী চট্টরাজ। অভিনেত্রী জানিয়েছেন, “আমি ‘বুলেট সরোজিনী’তে রাগিনী চ্যাটার্জি চরিত্রটা করতাম। তবে আজকে চ্যানেল এবং হাউসের সঙ্গে কথা বলে নো অবজেকশন সার্টিফিকেট দিলাম।” কেন এহেন সিদ্ধান্ত, কোন মনোমালিন্য হয়েছে? এপ্রসঙ্গে অভিনেত্রী জানালেন, “এখানে কোনও ব্যক্তিগত কারণ নেই, শুধুমাত্র চরিত্রটা আমার বয়সের তুলনায় অনেকটা বড়। আমার মনে হয়, আমার যা বয়স তাতে চার ছেলেমেয়ের মায়ের চরিত্রে অভিনয় করার মতো যোগ্যতা আমার নেই।” শ্রীময়ী শেষপাতে স্টার জলসা চ্যানেল এবং প্রযোজনা সংস্থাকে ধন্যবাদ জানিয়ে বলেন, “ওঁরা আমাকে অত্যন্ত সাপোর্ট করেছে, ভবিষ্যতে আমরা আবার একসঙ্গে কাজ করব।” পাশাপাশি শুভেচ্ছা জানিয়েছেন ‘বুলেট সরোজিনী’ সিরিয়ালের গোটা টিমকে।
মাস খানেক আগেই কন্যাসন্তানের মা হয়েছেন কাঞ্চন মল্লিকের ঘরনি শ্রীময়ী চট্টরাজ মল্লিক। মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে ইতিমধ্যেই ফ্লোরে ফিরেছেন অভিনেত্রী। শিবপ্রসাদ মুখোপাধ্যায়-নন্দিতা রায়ের আগামী ছবি ‘রক্তবীজ ২’-এর শুটিংও করেছেন অভিনেত্রী। তারপরই সকলকে চমকে দিয়ে ‘রাগিনী চ্যাটার্জি’র ভূমিকায় দর্শক অনুরাগীদের প্রশংসা কুড়োন অভিনেত্রী। পরনে ফুলস্লিভ ব্লাউজ। মুক্তকেশী। হাতে বিনা। কণ্ঠে যেন মা সরস্বতী, গত ৫ মে থেকে ‘বুলেট সরোজিনী’ ধারাবাহিকে এমন ভূমিকাতেই দেখা যেত শ্রীময়ীকে। তবে সেই সফরে ইতি টানলেন অভিনেত্রী।
সদ্যোজাত কন্যা কৃষভিকে ছেড়ে কাজে ফেরার সিদ্ধান্ত কি কঠিন ছিল শ্রীময়ীর জন্য? কিছুদিন আগেই ‘সংবাদ প্রতিদিন’ ডিজিটালকে দেওয়া এক সাক্ষাৎকারে শ্রীময়ী জানিয়েছিলেন, “মেয়ে হওয়ার আগে সাত মাস পর্যন্ত আমি ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’য়ের শুটিং করেছি। তারপর ভেবেছিলাম মেয়ের মুখেভাত হলে তবে কাজে ফিরব। কিন্তু ইতিমধ্যেই কাজের সুযোগ আসে। কাঞ্চন আমায় বলেছিল আজ নয়তো কাল কাজে আমায় ফিরতেই হেব। তাই কাঞ্চনের পরামর্শেই আমি কাজে ফেরার সিদ্ধান্ত নিয়েছি।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.