সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্টার জলসায় জার্নি শুরু করতে চলেছে নতুন ধারাবাহিক ‘লক্ষ্মী ঝাঁপি’। বেশ কিছুদিন আগে থেকেই এই ধারাবাহিক আসার কথা শোনা যাচ্ছিল। চ্যানেল কর্তৃপক্ষের তরফে এরপর এই খবরে সিলমোহর দেওয়া হয়। এবার প্রকাশ্যে এল ধারাবাহিকের প্রোমো। এই ধারাবাহিকের হাত ধরেই অনেকগুলো দিন পর আবার ছোটপর্দায় ফিরছেন অভিনেতা সৌরভ চক্রবর্তী। মুখ্য চরিত্রে রয়েছেন তিনি। ধারাবাহিকে নায়িকার চরিত্রে রয়েছেন শুভস্মিতা মুখোপাধ্যায়। তাঁর চরিত্রের নাম ঝাঁপি। ধারাবাহিকে ঝাঁপি চরিত্রটি অত্যন্ত লক্ষ্মীমন্ত একটি মেয়ে। আর ধারাবাহিকের এমন নামকরণের নেপথ্যে রয়েছে হয়তো আরও এক কারণ।
ধারাবাহিকের এমন নামকরণের সম্ভাব্য কারণ খানিক আন্দাজ করা যায় প্রোমোর দিকে চোখ রাখলেই। সেখানে দেখা যাচ্ছে বিয়ের কনে ঝাঁপি বিয়ের মণ্ডপে যাওয়ার জন্য প্রস্তুত। এমন সময় বাড়িতে এসে ব্যাবসার লোকসানের খবর দেওয়া হয় তার বাবাকে। পাওনা টাকা ফেরত চেয়ে ঝাঁপির বাবার উপর হামলা চালায় পাওনাদারেরা। বাবাকে বাঁচাতে ঢাল হয়ে দাঁড়ায় ঝাঁপি। কথা দেয় দু’বছরের মধ্যে সবার পাওনা টাকা ফেরত দিয়ে দেবে সে। খালি হয়ে যায় গমগমে বিয়েবাড়ি এই ঘটনার পর। ফাঁকা মণ্ডপে ঝাঁপির পাশে এসে বসে দীপ। জিজ্ঞেস করে এত বর দায়িত্ব যে সে নিল তা কীভাবে পালন করবে? কীভাবে এত টাকা ফেরাবে সে। উত্তরে ঝাঁপি বলে আমি নিজে ব্যাঙ্ক খুলব। হয়তো প্রাইভেট ব্যাঙ্ক খোলার আভাসই দিয়েছে এই ধারাবাহিকের চরিত্র ঝাঁপি।
দীপ ও ঝাঁপির কথা বলার ধরণ ও আবেগ দেখে মনে হয়েছে আগামীতে এই দুই চুরিত্র খুব তাড়াতাড়ি এক সুতোয় বাঁধা পড়বে। ‘লক্ষ্মী ঝাঁপি’ ধারাবাহিকের হাত ধরে বহুদিন পর আবার ছোটপর্দায় ফিরছেন শ্রীপর্ণা রায়। রয়েছেন অদিতি চট্টোপাধ্যায়ও। যদিও কবে থেকে নতুন এই ধারাবাহিকের সম্প্রচার শুরু হবে তা এখনও জানানো হয়নি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.