সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টেলিভিশনের পর্দায় যখনই যে চরিত্রে তিনি ধরা দিয়েছেন তখনই তাঁর চরিত্রে এক অন্য রকমের বিষয় খুঁজে পেয়েছেন দর্শক। তিনি অভিনেত্রী অরুণিমা হালদার। টেলিভিশনের জনপ্রিয় মুখ। তবে পর্দায় তাঁকে দেখা যায়নি প্রায় ৭ মাস। কেন বিনোদুনিয়া থেকে দূরে অভিনেত্রী? তা নিয়ে নানা প্রশ্ন ঘুরেফিরে এসেছে দর্শকের মনে। এবার সব অপেক্ষার অবসান ঘটিয়ে ফের টেলিভিশনের পর্দায় ফিরছেন অভিনেত্রী। নতুন ধারাবাহিক, নতুন চরিত্র নিয়ে আপ্লুত অভিনেত্রী।
নতুন ধারাবাহিক ‘সোহাগে আদরে’ নিয়ে দর্শকের দরবারে ফিরছেন অরুণিমা। নতুন ধারাবাহিক নিয়ে অভিনেত্রী বলেন, “সোহাগে আদরে’ ধারাবাহিকে আমার চরিত্রের নাম ‘সোহাগ’। চরিত্রের সঙ্গে এই নামকরণের যথেষ্ট সামঞ্জস্য রয়েছে। ‘সোহাগ’ মেয়েটি নিজের কাছের মানুষকে খুব ভালোবাসে। সবাইকে ভালোবেসে বেঁধে রাখতে চায় সে। ভালোবাসা দিয়ে সব কিছু অর্জন করতে চায়। এটাই তাঁর জীবনের নীতি। একইসঙ্গে রয়েছে তার মধ্যে প্রতিবাদী সত্ত্বাও। যে কোনও মূল্যে অন্যায়ের সঙ্গে এই চরিত্রটি আপোস করে না। এখানেই শেষ নয়, সোহাগের কাছে তার পরিবারই সবার আগে। পরিবারের সকলের ভালো থাকায় নিজের ভালো থাকার রসদ খুঁজে পায় সে। ঠিক যেভাবে আমরা প্রত্যেকে আমাদের পরিবারকে ভালোবাসি। এভাবেই সোহাগের চরিত্রের নানা দিক ফুটে উঠবে ধারাবাহিকে।
এছাড়া অরুণিমা আরও বলেন,”কাজ থেকে প্রায় সাতমাসের বিরিতি নিয়েছিলাম। অবশেষে কাজে ফিরছি। খুবই ভালো লাগছে। আসলে শেষ যে ধারাবাহিকটি করেছিলাম সেটা করতে করতেই আমি অত্যন্ত অসুস্থ হয়ে পড়ি। জন্ডিস হয়েছিল আমার। তাই কাজ থেকে বিরতি নিতে বাধ্য হয়েছিলাম। শুধু তাই নয় এর আগের কাজগুলো করার সময় আমি দুটো কাজের মাঝে ১মাসের বেশি বিরতি নিইনি। তবে মাঝে এই বিরতিতাও নেওয়ার প্রয়োজন ছিল। শুধু তাই নয় পুজোর আবহে আমার পুজোর একটি গানও মুক্তি পাচ্ছে ‘অষ্টমীতে তোমার পাড়া’। এছাড়াও ‘ব্যোমকেশ’, ‘পাপ’-এর মতো ওয়েব সিরিজেও কাজ করছি। সবমিলিয়ে নতুনভাবে ফেরা এ আমার।” উল্লেখ্য এর আগে অভিনেত্রীকে ‘বেলাশেষে’, ‘বেলাশুরু’, ‘মহিষাসুরমর্দ্দিনী’র মতো ছবিতে দেখা গিয়েছে। শুধু তাই নয় একইসঙ্গে অরুণিমার ঝুলিতে রয়েছে ‘আয় তবে সহচরী’, ‘মন দিতে চাই’, ‘কাজল নদীর জলে’র মতো জনপ্রিয় ধারাবাহিক।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.