সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুজোর মহাষ্টমীতে প্রকাশ্যে এল টেলিদুনিয়ার নতুন জুটির নতুন ধারাবাহিকের প্রোমো। মঙ্গলবার প্রকাশ্যে এল ‘তারে ধরি ধরি মনে করি’ ধারাবাহিকের ১৫ সেকেন্ডের একটি নতুন প্রোমো। এই ধারাবাহিকেই জুটি বাঁধতে চলেছে ‘গৌরী এল’ ধারাবাহিকের ‘ঈশান’ অর্থাৎ বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায় এবং ‘নিম ফুলের মধু’ ধারাবাহিকের পর্ণা। জি বাংলার পর্দায় আসছে এই ধারাবাহিক।
নতুন জুটির রসায়ন দেখার জন্য মুখিয়ে রয়েছেন দর্শক। প্রথম এই প্রোমোতে দেখা যাচ্ছে একটি নৌকা ভাসতে ভাসতে যাচ্ছে। ঝোলানো রয়ছে একটি লন্ঠন রয়েছে নৌকার ছই। আর সেই নৌকার উপর দাঁড়িয়ে রয়েছেন এক ব্যক্তি। তাঁর মুখ দেখা যাচ্ছে না। তারপর ধীরে ধীরে দেখা যায় ধারাবাহিকের নায়ক অর্থাৎ বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়কে।
অন্যদিকে দেখা যাচ্ছে যেখান দিয়ে নৌকা ভেসে যাচ্ছে সেখানেই ঘন কুয়াশার মধ্যে জলে অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছেন পল্লবী শর্মা। আবহে ভেসে আসছে তখন ‘রূপসাগরে মনের মানুষ’ গানটি। উল্লেখ্য, ‘গৌরী এল’ ধারাবাহিক শেষ হওয়ার পর প্রায় আড়াই বছরের বিরতি শেষে এবার ফের ধারাবাহিকে ফিরছেন বিশ্বরূপ। তবে এর মাঝে অভিনেতা কাজ করেছেন রুক্মিণী মৈত্রের সঙ্গে ‘হাঁটি হাঁটি পা’ ছবিতে। শুধু তাই নয়, এর মাঝে ওয়েবেও কাজ করেছেন তিনি। অন্যদিকে ‘নিম ফুলের মধু’ শেষ হয়েছে বেশ অনেকগুলি মাস হয়ে গেল। অভিনেত্রী পল্লবীও বিরতি শেষে ফিরছেন ধারাবাহিকে। টেলিপাড়ার নতুন জুটিকে দেখার অপেক্ষায় রয়েছেন দর্শক।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.