ছবি: সোশাল মিডিয়া
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অভিনেত্রী রিয়া গঙ্গোপাধ্যায় ও অরিন্দম চক্রবর্তীর দাম্পত্য কলহের কথা ইতিমধ্যে প্রায় সকলেই জানেন। দুই সন্তানকে নিয়ে আলাদা থাকেন রিয়া। আইনি পদক্ষেপ করেছেন। দু’পক্ষের মধ্যে বাগবিতণ্ডাও চলেছে বিস্তর। সোশাল মিডিয়ায় তা নিয়ে মুখর হয়েছিলেন টেলিপর্দার জনপ্রিয় খলনায়িকা। তবে সম্পর্ক যে বড় বালাই। স্বামীর সঙ্গে যতই দূরত্ব তৈরি হোক না কেন শ্বশুরবাড়ির প্রতি দায়িত্বে অবিচল আজও রিয়া। ঠিক কোন ঘটনার কথা বলা হচ্ছে?
শারদীয়ার খুশি উপচে পড়ছে তখন চারিদিকে। দুর্গাপুজোর তৃতীয়াতে প্রয়াত হন অভিনেত্রীর শাশুড়ি। এই সময় খবর পেয়ে নিশ্চুপ থাকতে পারেননি রিয়া। ছুটে গিয়েছেন হাসপাতালে। শুধু তাই নয় পরিবারের সদস্যের দায়িত্ব পালন করেছেন তিনি। সোশাল মিডিয়ায় মনখারাপ করা সেই পোস্ট শেয়ার করে নিজেই জানিয়েছেন তিনি একথা। ক্যাপশনে লিখলেন, ‘এই বছর তৃতীয়ার সকালে হঠাৎ আমার বাবার ফোন পেলাম এবং জানতে পারলাম আমার শাশুড়ি মারা গেছেন। আমার মা বাবা আমায় একটাই কথা বললেন এই মুহুর্ত্তে তোমার সব একপাশে সরিয়ে রেখে নিজের কর্তব্য পালন করা উচিত। কারণ ভুলে যেও না এই দিন তোমারও আসবে মা। মুহূর্ত্তের মধ্যে সব বদলে গেল। ঈশ্বরের কি অদ্ভুত খেলা তোমায় দেখতে হাসপাতাল সবার আগে আমি গিয়ে পৌঁছলাম। সেইসঙ্গে তোমার ডেথ সার্টিফিকেটে স্বাক্ষরও আমায় করতে হলো। পারলাম না দায়িত্ত্ব এড়াতে। পারলাম না নিজের ইগোকে জেতাতে। পারলাম না এই যন্ত্রণা ভাগ না করে থাকতে। ভাগ্যের কি অদ্ভুত পরিহাস আইনি জটিলতায় দাঁড়িয়ে থাকা সম্পর্ক হটাৎ করেই সব থমকে দিলো ! তোমার শেষকৃত্য করার সময় সব বিবাদ- রাগ দুঃখ ,আইনি লড়াই , তথা অংহকার এক নিমিষে পুড়ে ছাই হয়ে যেতে দেখলাম। শেষ যেদিন তোমার সাথে আমার কথা হয়েছিলো ২২জুলাই তুমি বলেছিলে আমি সব ঠিক করে দেবো শুধু তুমি ফিরে এসো। আমার একটাই আফসোস তুমি শেষ সময় রিকু রাহিকে কাছে পেলে না। আর তার জন্য আমায় সারাজীবনের জন্য অপরাধী বানিয়ে গেলে। এই মানসিক যন্ত্রণা তোমার প্রাপ্য ছিলো না।”
উল্লেখ্য, টেলিপাড়ার গুঞ্জনে বহুদিন ধরেই শোনা যাচ্ছিল, রিয়া ও অরিন্দমের মধ্যে সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে। এমনকী, রিয়ার এই সিদ্ধান্তের কথা অনেকেই আগে থেকে আঁচ করেছিলেন। তবে সরাসরি কাউকে কিছু না জানিয়ে রিয়া হঠাৎই সোশাল মিডিয়ায় ফলাও করে লেখেন তাঁর দাম্পত্যের কথা। অভিনেত্রী জানিয়েছিলেন,’আজ থেকে অরিন্দম চক্রবর্তীর সঙ্গে আমার আর কোনও সম্পর্ক নেই। দয়া করে আমাকে ওঁর বিষয়ে কোনও কিছু জিজ্ঞাসা করবেন না। ধন্যবাদ।’ তবে এখানেই শেষ নয়, সংবাদ মাধ্য়মের কাছে রিয়া বিস্ফোরক সব অভিযোগ করেছেন অরিন্দমের বিরুদ্ধে। পরবর্তীকালে অরিন্দমের ঘর থেকে তাঁর প্রেমিকার ব্যবহার করা নানা জিনিস উদ্ধার করেছিলেন রিয়া। তা নিয়েও কম জলঘোলা হয়নি। তবে এদিন সম্পর্কের সমস্ত তিক্ততা দূরে সরিয়ে রেখে নিজের দায়িত্বে অবিচল থাকলেন অভিনেত্রী রিয়া।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.