Advertisement
Advertisement
Television News

বাংলার গণ্ডি পেরিয়ে এবার বলিউডে তনিষ্কা, কোন ছবিতে দেখা যাবে টেলি অভিনেত্রীকে?

পড়াশোনার পাশাপাশি সমানতালে চালাচ্ছেন অভিনয়ও। 

Television News: actress taniska tiwari got chance in bollywood

ছবি: ইনস্টাগ্রাম

Published by: Arani Bhattacharya
  • Posted:October 8, 2025 4:29 pm
  • Updated:October 8, 2025 5:07 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জি বাংলার ‘কুসুম’ ধারাবাহিকে খলচরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছেন খুব কম সময়েই। এবার বাংলার গণ্ডি পেরিয়ে মুম্বইতে পাড়ি দিচ্ছেন অভিনেত্রী তনিষ্কা তিওয়ারি।

Advertisement

প্রথমে ধারাবাহিকে তাঁকে দর্শক দেখে মেনে নিতে না পারলেও পরবর্তীকালে কিন্তু অভিনেত্রীর জনপ্রিয়তা একটু একটু করে বাড়তে থাকে দর্শকমহলে। মাঝে যদিও বেশ কয়েকবার গুঞ্জন শোনা গিয়েছিল যে ধারাবাহিকে তনিষ্কার চরিত্রে হবে রদবদল। কিন্তু সেসব জল্পনায় জল ঢেলে দিয়ে রীতিমতো খলচরিত্রে অভিনয় করে দর্শকের মনে জায়গা করে নিয়েছেন অভিনেত্রী। এবার বাংলার গণ্ডি পেরিয়ে বলিউডে কাজের সুযোগ এল ছোট পর্দায় এই অভিনেত্রীর কাছে। নিজের সোশাল মিডিয়াতে সেই সুখবর ভাগ করে নিয়েছেন অভিনেত্রী নিজেই। সেখানেই দেখা যাচ্ছে হাতে ক্ল্যাপস্টিক নিয়ে হাসিমুখে ছবি পোস্ট করতে অভিনেত্রীকে। ক্যাপশনে লেখা, ‘সকলের সঙ্গে আমার কাজের এক অসামান্য অভিজ্ঞতা হয়েছে। আমার প্রথম হিন্দি ছবি, ‘তুম অউর ম্যায়’।

নিজের প্রথম ছবির শুটিং ফ্লোর থেকে একগুচ্ছ ছবি পোস্ট করেছেন তনিস্কা নিজের সোশাল মিডিয়া পেজে। সেখানে ফ্লোরের অন্যান্য সদস্যদের সঙ্গেও ছবি দেখা যাচ্ছে তাঁর। প্রথম এত বড় কাজের সুযোগে যে তিনি বেজায় খুশি হয়েছেন সেকথা বলাই বাহুল্য। সেই পোস্টে অভিনেত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন তাঁর অনুরাগীরা। একজন কমেন্ট করেছেন, ‘এভাবেই তোমার সাফল্য কামনা করি।’ কেউ আবার লিখেছেন, ‘তোমার সিরিয়ালটা আমার খুব ভালো লাগে।’ একইসঙ্গে অভিনেত্রীকে আগামীর জন্য শুভেচ্ছা জানিয়েছেন সকলে। দশম শ্রেণীর ছাত্রী তনিষ্কা পড়াশোনার পাশাপাশি সমানতালে চালাচ্ছেন অভিনয়ও। 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ