সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুজোর রেশ কাটতে না কাটতেই চলে এল লক্ষ্মীবারে ধারাবাহিকের ফলাফল। হাতে এল এই সপ্তাহে টিআরপি তালিকা। এই সপ্তাহের ফলাফল রীতিমতো দেখার মতো। এই সপ্তাহে সকলকে চমকে দিয়ে এই সপ্তাহে বেঙ্গল টপার হয়েছে টিআরপি তালিকায় একেবারে কম নম্বর পাওয়া ধারাবাহিক। অন্যদিকে শীর্ষস্থান থেকে ছিটকে গিয়েছে পরশুরাম আজকের নায়ক।
তৃণা-ইন্দ্রিজতের ধারাবাহিককে বলে বলে গোল দিয়েছে এবারে হয়েছে আর্য-অপর্ণা জুটি। অর্থাৎ ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিক। পেয়েছে ৬.১ রেটিং। এই সপ্তাহে দ্বিতীয় স্থানে রয়েছে ‘পরিণীতা’ পেয়েছে ৫.৯ রেটিং। তৃতীয় স্থানে রয়েছে ‘জগদ্ধাত্রী’, পেয়েছে ৫.৫ রেটিং। চতুর্থ স্থানে রয়েছে ‘ফুলকি’ ধারাবাহিক, পেয়েছে ৫.৪ রেটিং। পঞ্চম স্থানে রয়েছে ‘রাঙ্গামতী তীরন্দাজ’, পেয়েছে ৫.৩ রেটিং।
সেরা পাঁচ থেকে ছিটকে গিয়েছে এই সপ্তাহে পঞ্চম স্থানে রয়েছে দীর্ঘদিন শীর্ষ স্থানে থাকা ধারাবাহিক ‘পরশুরাম আজকের নায়ক’, সঙ্গে রয়েছে যৌথভাবে ধারাবাহিক ‘আমাদের দাদামণি’। পেয়েছে ৫.১ রেটিং নিয়ে রয়েছে ষষ্ঠ স্থানে। সপ্তম স্থানে রয়েছে ‘রানি ভবানী’, পেয়েছে ৪.৭ রেটিং। অষ্টম স্থানে রয়েছে ‘কথা’ ধারাবাহিক, পেয়েছে ৪.৫ রেটিং। নবম স্থানে রয়েছে যথাক্রমে ‘তুই আমার হিরো’, ‘লক্ষ্মী ঝাঁপি’, ও ‘জোয়ার ভাঁটা’, পেয়েছে ৪.৪ রেটিং। দশম স্থানে রয়েছে ‘চিরসখা’, পেয়েছে ৪.৩ রেটিং। এই সপ্তাহে সেইভাবে সারা ফেলতে পারেনি মধুমিতার ধারাবাহিক ‘ভোলেবাবা পার করেগা’।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.