সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একজন শিল্পীর শুধু বিনোদুনিয়ায় বিভিন্ন শিল্পকে তুলে ধরার পাশাপাশি সমাজের প্রতি যে দায়বদ্ধতা থাকে তা প্রমাণ করলেন অভিনেত্রী পায়েল মিঠাই সরকার। নিজের জীবনের বিশেষ দিনটা অভিনেত্রী পালন করলেন একটু অন্যরকমভাবে। জন্মদিনের সেলিব্রেশনে মাতলেন সমাজের বিভিন্ন স্তরের পিছিয়ে পড়া ও অসহায় মানুষদের সঙ্গে।
শুক্রবার রাত ১২টার পর দমদমের একটি প্রতিবন্ধী শিশু সংগঠনে প্রায় ১৫০ জন শিশুর সঙ্গে এদিন কেক কাটেন পায়েল। ওই শিশুদের হাতে তুলে দেন চকোলেট, ফল ও উপহার। ওই দিন সকালে শ্যাম মন্দিরে পুজো দিয়ে দিন শুরু করেন পায়েল। তারপর তিনি পৌঁছান ঠাকুরপুকুর ক্যানসার হাসপাতালে। সেখানে ১৪০ জন ক্যানসার আক্রান্ত শিশুদের সঙ্গে আনন্দ ভাগ করে নেন এবং তাদের হাতে তুলে দেন ড্রাই ফ্রুটস।

এরপর ‘নিভালয়’ বৃদ্ধাশ্রমে ২০ জন প্রবীণের সঙ্গে কেক কাটেন অভিনেত্রী। শুধু তাই নয়, নিজ হাতে তাঁদের সুস্বাদু সব খাবার পরিবেশন করেন। এদিন অভিনেত্রীর পাশাপাশি সেখানে উপস্থিত ছিলেন তাঁর টিম পায়েল সরকার অর্গানাইজেশন প্রাইভেট লিমিটেড বোর্ড ইন চার্জ। শহর থেকে দূরে সাগরদিঘীতে বৃক্ষরোপণ থেকে শুরু করে ছাত্রছাত্রীদের পড়াশোনার সামগ্রী ও চারাগাছ বিতরণ করেন পায়েল। সঙ্গে আদিবাসী শিশুদের বিশেষ ভোজের ব্যবস্থা ও পথবাসীদের খাবার দেওয়া এসবই ছিল এদিন অভিনেত্রীর জন্মদিনের সারাদিনের উদযাপনের পর্ব। “পায়েল মিঠাই সরকার কেবল অভিনেত্রী নন, তিনি সমাজসেবারও প্রেরণা।” সব মিলিয়ে, তার জন্মদিন পরিণত হলো মানবসেবার মহোৎসবে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.