Advertisement
Advertisement
Trina Saha

‘এত বছরে সাতটা সিরিয়ালে অভিনয় করে বুঝেছি’… ‘পরশুরাম’ শীর্ষস্থান হারানোয় কী প্রতিক্রিয়া তৃণার?

শীর্ষস্থান হারিয়ে অভিনেত্রীর কি মন খারাপ?

Trina Saha's reaction after parshuram serial lost 1st position in trp list

ছবি: ইনস্টাগ্রাম

Published by: Arani Bhattacharya
  • Posted:October 9, 2025 8:27 pm
  • Updated:October 9, 2025 8:27 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টেলিপর্দায় জার্নি শুরুর পর থেকেই ঝোড়ো ব্যাটিং করেছে তৃণা সাহা ও ইন্দ্রজিৎ বোসের সিরিয়াল ‘পরশুরাম আজকের নায়ক’। প্রায় প্রথম থেকেই দর্শকের তুমুল ভালোবাসা পেয়েছে এই সিরিয়াল। তা প্রকাশ পেয়েছে টিআরপি তালিকাতেও। কিন্তু পুজোর পর সেই টিআরপি-তেই এল বড়সড় রদবদল। পুজোর পরই বেঙ্গল টপারের তকমা হারাল ‘পরশুরাম আজকের নায়ক’। এই খবরে ঠিক কতটা মনখারাপ হয়েছে সিরিয়ালের ‘তটিনী’ অর্থাৎ অভিনেত্রী তৃণার? নিজেই তা জানিয়েছেন সংবাদমাধ্যমকে অভিনেত্রী।

Advertisement

শীর্ষস্থান হারিয়ে অভিনেত্রীর কি মন খারাপ? এ প্রসঙ্গে সংবাদমাধ্যমকে তৃণা বলেছেন, “এত বছরে সাতটা সিরিয়ালে অভিনয় করে বুঝেছি টিআরপি ওঠেও না। টিআরপি পড়েও না। সবটাই নির্ভর করে দর্শকের উপর। কার কোন সিরিয়ালের গল্প পছন্দ হবে, মনে ধরবে তা বলা বেশ মুশকিল। এটা বোঝা একটু কঠিন। তবে মন খারাপ যে একেবারেই নেই তা নয়। অবশ্যই আছে। কিন্তু সেটা নিয়ে ভাবছি না। এটাই তো শেষ নয়। এখনও অনেকটা পথ যাওয়া বাকি। আরও ভালোভাবে কাজ করার চেষ্টা করব।’

উল্লেখ্য, পুজোর পর টিআরপি তালিকায় যে রকম পরিবর্তন এসেছে তা সত্যিই চমকে দেওয়ার মতো। এই সপ্তাহে ‘পরশুরাম আজকের নায়ক’ ধারাবাহিককে হারিয়ে বেঙ্গল টপারের তকমা জিতে নিয়েছে জীতু-দিতিপ্রিয়ার সিরিয়াল ‘চিরদিনই তুমি যে আমার’। আগামী দিনে ফের নিজেদের হৃত গৌরব পুনরুদ্ধার করতে পারে কিনা তৃণা ও ইন্দ্রজিতের সিরিয়াল এখন তা দেখার।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ