Advertisement
Advertisement
Bengali Serial TRP

টলানো গেল না ‘পরশুরাম’কে, রেটিং কমে বন্ধ হবে কোন সিরিয়াল? রইল এই সপ্তাহের তালিকা

আবারও লক্ষ্মীলাভ ইন্দ্রজিৎ বসু ও তৃণা সাহার ধারাবাহিকের।

TRP list of bengali serial
Published by: Arani Bhattacharya
  • Posted:May 22, 2025 4:25 pm
  • Updated:May 22, 2025 4:25 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত সপ্তাহের মতোই এই সপ্তাহেও নিজের জায়গা ধরে রাখল স্টার জলসার ধারাবাহিক ‘পরশুরাম আজকের নায়ক’। লক্ষ্মীবারে আবারও লক্ষ্মীলাভ ইন্দ্রজিৎ বসু ও তৃণা সাহার ধারাবাহিকের। তাঁদের জুটির রসায়ন যে এবার দর্শকের ধীরে ধীরে ভালো লাগতে শুরু করেছে সে বিষয়ে কোনও সন্দেহ নেই। 

৬.৪ রেটিং নিয়ে এই সপ্তাহেও শীর্ষস্থানে ‘পরশুরাম আজকের নায়ক’। অন্যদিকে ৬.২ পয়েন্ট নিয়ে যৌথভাবে দ্বিতীয়স্থানে ধারাবাহিক ‘পরিণীতা’ ও ‘জগদ্ধাত্রী’। তিন নম্বরে ‘রাঙামতি তীরন্দাজ’। এই ধারাবাহিকের রেটিং পয়েন্ট ৬.১। ৬ রেটিং নিয়ে চতুর্থ স্থানে রয়েছে ‘ফুলকি’। পঞ্চম স্থানে ধারাবাহিক ‘গৃহপ্রবেশ’ যে ধারাবাহিকের প্রাপ্ত রেটিং পয়েন্ট ৫.৩।

প্রথম পাঁচ থেকে এবার ছিটকে গিয়েছে ‘গীতা এলএলবি’। এই সপ্তাহে ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকের প্রাপ্ত রেটিং পয়েন্ট ৪.৯। ‘চিরসখা’ পেয়েছে ৫.১। ‘কথা’র ঝুলিতে ৪.৯। এই সপ্তাহে কম নম্বর পেল কোন কোন ধারাবাহিক? ‘বুলেট সরোজিনী’র রেটিং ১.৭। ‘তেঁতুলপাতা’র রেটিং ২.২। ‘মিত্তির বাড়ি’ পেয়েছে ৩.৮। ‘তুই আমার হিরো’র পয়েন্ট ২.৭। ১.৯ পয়েন্ট ধারাবাহিক ‘আনন্দী’র। জানা গিয়েছে এই ধারাবাহিক নাকি বন্ধ হতে চলেছে। এই সপ্তাহে ইতিমধ্যেই বন্ধ হয়েছে ‘দুগ্গামণি ও বাঘমামা’। শুটিংও শেষ এই ধারাবাহিকের।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement