Advertisement
Advertisement
TRP

হাড্ডাহাড্ডি লড়াই ‘ফুলকি’ ও ‘পরশুরাম’-এর, এই সপ্তাহে বেঙ্গল টপার কে? কার রেটিং কম?

কে ছিটকে গেল সেরা দশ থেকে এই সপ্তাহে?

TRP list of bengali serial
Published by: Arani Bhattacharya
  • Posted:June 26, 2025 4:15 pm
  • Updated:June 26, 2025 4:43 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আবারও চলে এল সপ্তাহের সেই ফল ঘোষণার দিন অর্থাৎ বৃহস্পতিবার। আইপিএলের কারণে একটা লম্বা সময় বাংলা ধারাবাহিকগুলির টিআরপি কমেছিল। তবে এবার তাতে খানিক রদবদল এসেছে। দেখে নেওয়া যাক কোন ধারাবাহিক এই সপ্তাহে রয়েছে প্রথমস্থানে। কে ছিটকে গেল সেরা দশ থেকে এই সপ্তাহে?

এই সপ্তাহেও বেঙ্গল টপার ‘পরশুরাম আজকের নায়ক’। এই ধারাবাহিকের প্রাপ্ত রেটিং ৭.২। দ্বিতীয়স্থানে রয়েছে ‘ফুলকি’। এই ধারাবাহিক এবারে কোনওভাবেই পিছনে ফেলতে পারেনি এই সপ্তাহে বেঙ্গল টপার পরশুরামকে। পেয়েছে ৭.০ রেটিং। তৃতীয়স্থানে রয়েছে এই সপ্তাহে একসঙ্গে তিনটি ধারাবাহিক ‘জগদ্ধাত্রী’, ‘পরিণীতা’ ও ‘রাঙ্গামতি তীরন্দাজ’। তিনটি ধারাবাহিকেরই প্রাপ্ত রেটিং এই সপ্তাহে ৬.৭। এই সপ্তাহে বেড়েছে ‘গৃহপ্রবেশ’ ধারাবাহিকের রেটিং। পেয়েছে ৬.৩ রেটিং। যদিও ভালো রেটিং থাকা সত্ত্বেও রাজনন্দিনীর প্রথম ধারাবাহিক শুরুর ঘোষণার সঙ্গে সঙ্গে সঙ্গে বদলেছে ‘গৃহপ্রবেশ’-এর স্লট। ৬.১ রেটিং নিয়ে এই সপ্তাহে পঞ্চমস্থানে ‘চিরসখা’ ধারাবাহিক।

এই সপ্তাহেও প্রথম পাঁচে জায়গা পায়নি ‘কথা’, ‘অনুরাগের ছোঁয়া’, ‘কোন গোপনে মন ভেসেছে’-সহ বেশকিছু ধারাবাহিক। এই সপ্তাহে ‘কথা’র রেটিং ৫.৯। ‘রোশনাই’ ও ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকের প্রাপ্ত রেটিং যথাক্রমে ৫.৭। ‘চিরদিনই তুমি যে আমার’ পেয়েছে ৫.০ রেটিং। দশম স্থানে রয়েছে আদৃত ও পারিজাতের ধারাবাহিক ‘মিত্তির বাড়ি’, পেয়েছে ৪.৪ রেটিং। এই সপ্তাহে জনপ্রিয় রিয়ালিটি শোগুলির রেটিংয়ের দিকে চোখ রাখলে দেখা যাচ্ছে, ‘দিদি নম্বর ওয়ান’র রেটিং এই সপ্তাহে ৫.৩। ‘ডান্স বাংলা ডান্স’ এর রেটিং এই সপ্তাহে ৪.৭।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement