সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের লক্ষ্মীবারের রিপোর্ট কার্ডে শীর্ষস্থান হারাল ‘পরশুরাম আজকের নায়ক’। বরং তার জায়গায় প্রথম স্থানে উঠে এসেছে ‘পরিণীতা’, পেয়েছে ৬.৯ রেটিং। কাজেই বলা যায়, এই সপ্তাহে ‘পরশুরাম আজকের নায়ক’ ও ‘পরিণীতা’ দুই ধারাবাহিকের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই। দ্বিতীয় স্থানে রয়েছে ‘রাঙ্গামতি তীরন্দাজ’ পেয়েছে ৬.৬ রেটিং। এই সপ্তাহে তৃতীয় স্থানে জায়গা করে নিয়েছে ‘পরশুরাম আজকের নায়ক’, প্রাপ্ত রেটিং ৬.৫।
চতুর্থ স্থানে রয়েছে জগদ্ধাত্রী’ ও ‘রাজরাজেশ্বরী রানি ভবানী’। দুই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর যথাক্রমে ৬.৪। পঞ্চম স্থানে রয়েছে ‘চিরদিনই তুমি যে আমার’। জীতু-দিতিপ্রিয়ার ধারাবাহিকের প্রাপ্ত রেটিং ৬.১। ষষ্ঠ স্থানে রয়েছে ‘আমাদের দাদামণি’ পেয়েছে ৫.৯ রেটিং। সপ্তম স্থানে রয়েছে ‘চিরসখা’, পেয়েছে ৫.৮ রেটিং। অষ্টম স্থানে রয়েছে ‘কথা’ ধারাবাহিক, পেয়েছে ৫.৫ রেটিং। নবম স্থানে রয়েছে যৌথভাবে ‘অনুরাগের ছোঁয়া’ ও ‘গৃহপ্রবেশ’, প্রাপ্ত রেটিং ৫.১। দশম স্থানে রয়েছে ‘কোন গোপনে মন ভেসেছে’, পেয়েছে ৪.৮ রেটিং।
পুরনো ধারাবাহিকের নম্বর এই সপ্তাহে বেশ কমেছে। অন্যদিকে টেলিভিশনের পর্দায় জার্নি শুরু করেছে সম্প্রতি নতুন একগুচ্ছ ধারাবাহিক। সেই তালিকায় রয়েছে ‘কম্পাস’, ‘লক্ষ্মী ঝাঁপি’, ‘কনে দেখা আলো’ এই তিন ধারাবাহিক। তবে সেভাবে এখনও নিজেদের জায়গা তৈরি করতে পারেনি টিআরপি তালিকায় এই নতুন তিন মেগা। একইসঙ্গে এই সপ্তাহে সেভাবে ছাপ ফেলতে পারেনি বাংলা রিয়ালিটি শো-গুলিও। কাজেই বলা যায় সবমিলিয়ে এই সপ্তাহে সবমিলিয়ে বেশ নম্বর কমেছে ধারাবাহিকগুলির।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.