সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লক্ষ্মীবারে লক্ষ্মীলাভ নিয়ে এক্কেবারে হাড্ডাহাড্ডি লড়াই চলে বাংলা ধারাবাহিকগুলির মধ্যে। এই সপ্তাহে কোন ধারাবাহিকের ভাগ্যে শিকে ছিঁড়ল? কে পেল প্রথম স্থান? এই সপ্তাহে বেঙ্গল টপার যথাক্রমে দুই ধারাবাহিক, ‘রাঙ্গামতি তীরন্দাজ’ ও ‘পরশুরাম আজকের নায়ক’। এই সপ্তাহে এই দুই ধারাবাহিকেরই প্রাপ্ত নম্বর ৭.৫। এই সপ্তাহে প্রথম স্থান হাতছাড়া হয়েছে ‘জগদ্ধাত্রী’র। ৬.৯ রেটিং নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ১০০০ পর্ব পেরোনো জ্যাস-স্বয়ম্ভূর রসায়ন। ৬.৮ রেটিং নিয়ে এই সপ্তাহে তৃতীয় স্থানে রয়েছে ‘পরিণীতা’। বেশ কয়েক সপ্তাহ আগে এই ধারাবাহিক ছিল স্লট লিডার। ‘ফুলকি’ রয়েছে ৬.৫ রেটিং নিয়ে চতুর্থ স্থানে। পঞ্চমে ‘চিরসখা’। এই ধারাবাহিকের প্রাপ্ত রেটিং ৬.৪। একটু একটু করে দর্শকমনে নিজেদের জায়গা তৈরি করছে স্বতন্ত্র ও কমলিনী।
এই সপ্তাহে সেরা পাঁচের তালিকা থেকে ছিটকে গিয়েছে অনেকগুলি ধারাবাহিক। সেই তালিকায় রয়েছে ‘গৃহপ্রবেশ’। এই ধারাবাহিকের রেটিং ৬.০। ৫.৮ রেটিং নিয়ে সপ্তম স্থানে রয়েছে ‘কথা’। অষ্টমে ৫.৪ রেটিং নিয়ে ‘কোন গোপনে মন ভেসেছে’। নবম স্থানে রয়েছে ‘চিরদিনই তুমি যে আমার’। এই ধারাবাহিকের প্রাপ্ত রেটিং ৫.২। দশম স্থানে রয়েছে যথাক্রমে ‘অনুরাগের ছোঁয়া’ ও ‘রোশনাই’। দুই ধারাবাহিকেরই প্রাপ্ত নম্বর ৪.৯।
এই সপ্তাহে ‘বুলেট সরোজিনী’র রেটিং অনেকটাই কম। এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ১.৮। আনন্দীকে টক্কর দিয়ে বুলেট সরোজিনী এখনও সেভাবে জায়গা করে উঠতে পারেনি। ‘আনন্দী’র প্রাপ্ত রেটিং ২.৪।
‘তেঁতুলপাতা’র রেটিং ২.৫। ‘মিত্তির বাড়ি’র রেটিং ৩.৯। ‘শুভবিবাহ’ পেয়েছে ২.৫ ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.