সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গল্পের নতুন টুইস্টের ফলাফল হাতেনাতে পেল ধারাবাহিক ‘চিরসখা’। প্লুটোর মৃত্যু রীতিমতো মোড় ঘুরিয়ে দিয়েছে ধারাবাহিকে। আর তার জেরেই এই সপ্তাহের টিআরপি তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে। এই সপ্তাহে বেশ রদবদল ঘটেছে টিআরপি তালিকায়। কোন ধারাবাহিক কত রেটিং পেল? কোন স্থান অধিকার করল জেনে নিন।
এই সপ্তাহে ফের নিজের জায়গা ফিরে পেয়েছে ‘পরশুরাম আজকের নায়ক’। পেয়েছে এই সপ্তাহে ৭.০ রেটিং। এই সপ্তাহে যৌথভাবে দ্বিতীয় স্থানে রয়েছে ‘চিরসখা’ ও ‘রাজরাজেশ্বরী রানি ভবানী’, পেয়েছে ৬.৯ রেটিং। এক্ষেত্রে বলে রাখা ভালো, ‘পরশুরাম’ এই সপ্তাহে শীর্ষ স্থান দখল করলেও সামান্য কিছু নম্বরের হেরফেরে তার ঘাড়ে নিঃশ্বাস ফেলছে ‘চিরসখা’ ও ‘রানি ভবানী’ এই দুই ধারাবাহিক। এই সপ্তাহে যৌথভাবে তৃতীয় স্থান পেয়েছে ‘জগদ্ধাত্রী’ ও ‘পরিণীতা’। পেয়েছে ৬.৬ রেটিং। চতুর্থ স্থানে রয়েছে ‘ফুলকি’, পেয়েছে ৬.৪ রেটিং। পঞ্চম স্থানে রয়ছে ‘রাঙ্গামতী তীরন্দাজ’, পেয়েছে ৬.১।
এই সপ্তাহে সেরা দশে জায়গা করে নিয়েছে, ‘চিরদিনই তুমি যে আমার’, পেয়েছে ৬.০। ৫.৮ রেটিং নিয়ে সপ্তম স্থানে রয়েছে ‘আমাদের দাদামণি’ ধারাবাহিক। অষ্টম স্থানে রয়েছে ‘অনুরাগের ছোঁয়া’ ও ‘গৃহপ্রবেশ’ এই দুই ধারাবাহিক। পেয়েছে এই সপ্তাহে ৫.৫ রেটিং। নবম স্থানে রয়েছে ‘কথা’, পেয়েছে ৪.৮ রেটিং। দশম স্থানে রয়েছে ‘তুই আমার হিরো’, পেয়েছে ৪.৫ রেটিং।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.