সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সারা সপ্তাহ জুড়ে বাঙালি দর্শকের ড্রয়িংরুমে টেলিভিশনের পর্দায় একের পর এক ধারাবাহিকের আসা যাওয়া। আর সপ্তাহের লক্ষ্মীবার এলে টেলিভিশনের পর্দার সেই ধারাবাহিকের ফলাফল প্রকাশ্যে আসার পালা। হাতে এল এই সপ্তাহের টিআরপি তালিকা। রদবদল হয়েছে বেশ কিছুটা সেই ফলাফলে। শুধু তাই নয় এক ধাক্কায় বেশ নম্বর কমেছে সব ধারাবাহিকগুলিরই। দেখে নিন কোন ধারাবাহিকের ভাগ্যে জুটল কত রেটিং।
এই সপ্তাহে শীর্ষস্থানে থাকলেও বেশ কিছুটা নম্বর কমেছে তৃণা-ইন্দ্রজিতের ধারাবাহিক ‘পরশুরাম আজকের নায়ক’ ধারাবাহিকের। এই সপ্তাহে এই ধারাবাহিকের প্রাপ্ত রেটিং ৬.৫। দ্বিতীয় স্থানে রয়েছে যৌথভাবে ‘পরিণীতা’ ও ‘রাজরাজেশ্বরী রানি ভবানী’ ধারাবাহিকের, এই সপ্তাহে রাজনন্দিনীর ধারাবাহিক পেয়েছে ৬.৩ রেটিং। তৃতীয় স্থানে রয়েছে জি বাংলার এই তালিকার সবথেকে পুরনো ধারাবাহিক ‘জগদ্ধাত্রী’, পেয়েছে ৬.১ রেটিং।
এই সপ্তাহে সেরা তিন থেকে ছিটকে গেলেও সেরা পাঁচে জায়গা ধরে রেখেছে ‘ফুলকি’ থেকে ‘রাঙ্গামতী তীরন্দাজ’-সহ নতুন শুরু হওয়া ধারাবাহিক ‘জোয়ার ভাঁটা’। এই সপ্তাহে চতুর্থ স্থানে রয়েছে একসঙ্গে তিনটি ধারাবাহিক। রয়েছে ‘ফুলকি’, ‘চিরসখা’ ও ‘রাঙ্গামতী তীরন্দাজ’। এই সপ্তাহে এই তিন ধারাবাহিকের প্রাপ্ত রেটিং ৬.০। ষষ্ঠ স্থানে অবিশ্বাস্যভাবে জায়গা করে নিয়েছে যৌথভাবে ‘আমাদের দাদামণি’ ও ‘চিরদিনই তুমি যে আমার’। দুই ধারাবাহিকের প্রাপ্ত রেটিং ৫.৮। সপ্তম স্থানে রয়েছে ‘কথা’, প্রাপ্ত রেটিং ৫.১। অষ্টম স্থানে রয়েছে যৌথভাবে ‘লক্ষ্মী ঝাঁপি’ ও ‘তুই আমার হিরো’ দুই ধারাবাহিক। এই দুই ধারাবাহিকের প্রাপ্ত রেটিং ৪.৫। নবম স্থানে রয়েছে একসঙ্গে ফের তিনটি ধারাবাহিক ‘অনুরাগের ছোঁয়া’, ‘গৃহপ্রবেশ’ ও ‘কনে দেখা আলো’, তিন ধারাবাহিকের প্রাপ্ত রেটিং ৪.৩। দশম স্থানে রয়েছে ধারাবাহিক ‘কুসুম’, প্রাপ্ত রেটিং ৪.০। উল্লেখ্য এই সপ্তাহে শ্রুতি-আরাত্রিকার ধারাবাহিক ‘জোয়ার ভাটা’র পারফরম্যান্স বেশ ভালো। নতুন পথচলা শুরু করেই দর্শকের মন জিতে নিয়েছে নতুন ধারাবাহিক।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.