সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বৃহস্পতিবার মানেই টেলিভিশনের পর্দার ধারাবাহিকের মার্কশিট হাতে পাওয়ার দিন। কোন ধারাবাহিক এগিয়ে গেল এই সপ্তাহে? কে কাকে টপকে গেল কত নম্বরের পার্থক্যে তা জানার জন্য প্রতি সপ্তাহেই তা জানার জন্য মুখিয়ে থাকেন দর্শক ও ধারাবাহিকের কলাকুশলিরা। এই সপ্তাহের টিআরপি রেটিংয়ে এগিয়ে গেল কোন ধারাবাহিক। কে পিছিয়ে গেল জেনে নিন।
টেলিভিশনের পর্দায় যাত্রা শুরু করেই সেরা পাঁচে জায়গা করে নিয়েছে ধারাবাহিক ‘রাজরাজেশ্বরী রানি ভবানী’। যা ‘দাদামণি’ ধারাবাহিকের সঙ্গে একইস্লটে দুই চ্যানেলে যাত্রা শুরু করেছিল। এই সপ্তাহে ফলাফল হাতে আসতেই দেখা গেল সেরা পাঁচে চতুর্থস্থানে রয়েছে রাজনন্দিনীর প্রথম ধারাবাহিক।
অন্যদিকে সেরা পাঁচে তো বটেই একেবারে প্রথমস্থান দখল করে রয়েছে বিগত কয়েক সপ্তাহে বেঙ্গল টপার ‘পরশুরাম আজকের নায়ক’ ধারাবাহিক, পেয়েছে ৭.৫। দ্বিতীয়স্থানে রয়েছে ফুলকি’ ধারাবাহিক, পেয়েছে ৭.১ রেটিং। তৃতীয়স্থানে স্বমহিমায় রয়েছে ‘জগদ্ধাত্রী’ পেয়েছে ৬.৮ রেটিং। চতুর্থস্থানে রয়েছে ‘রাজরাজেশ্বরী রানি ভবানী’ ধারাবাহিক, পেয়েছে ৬.৭ রেটিং। ৬.২ রেটিং পেয়ে পঞ্চমস্থানে রয়েছে ‘রাঙ্গামতী তীরন্দাজ’, ও ‘পরিণীতা’ দুই ধারাবাহিক।
সেরা দশে জায়গা পেয়েছে সদ্য জার্নি শুরু করা ‘দাদামণি’ ধারাবাহিক, পেয়েছে ৫.৮ রেটিং। সপ্তম স্থানে রয়েছে ৫.৭ রেটিং নিয়ে যথাক্রমে ‘চিরদিনই তুমি যে আমার’, ‘অনুরাগের ছোঁয়া’ ও ‘গৃহপ্রবেশ’ ধারাবাহিক। অষ্টম স্থানে রয়েছে ‘কথা’ ধারাবাহিক, পেয়েছে ৪.৯ রেটিং। যৌথভাবে নবমস্থানে রয়েছে ৪.২ রেটিং নিয়ে ‘কোন গোপনে মন ভেসেছে’ ও ‘শুভ বিবাহ’ ধারাবাহিক। দশমস্থানে রয়েছে ৩.৯ রেটিং নিয়ে ‘তুই আমার হিরো’ ধারাবাহিক।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.