Advertisement
Advertisement
Vikram Betal

টেলিপর্দায় ফিরছে বিক্রম বেতাল, ধারাবাহিকের ঝলকে নজর কাড়লেন জয় ও শুভাশিস

কবে থেকে শুরু হবে এই ধারাবাহিক?

Vikram Betal tv serial start from september on Star Jalsha | Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:August 31, 2022 8:44 pm
  • Updated:August 31, 2022 8:44 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছোটবেলার নস্ট্যালজিয়াকে উসকে দিতে ফের টেলিপর্দায় আসতে চলেছে ‘বিক্রম-বেতাল’ (Vikram Betal)। স্টার জলসার পর্দায় ৫ সেপ্টেম্বর থেকে শুরু হবে এই ধারাবাহিক। গত বছরই এই ধারাবাহিক তৈরির ঘোষণা হয়েছিল। আর এবার প্রকাশ্যে এল বিক্রম বেতালের প্রোমো। প্রোমোতেই নজর কাড়ল ‘বিক্রম বেতাল’ ধারাবাহিক।

Advertisement

এই ধারাবাহিকে বিক্রমের চরিত্রে দেখা যাবে জয় মুখোপাধ্যায়কে। সঙ্গে বেতাল হয়েছেন শুভাশিস মুখোপাধ্যায়। এই ধারাবাহিকের হাত ধরে বহুদিন বাদে ছোটপর্দায় ফিরছেন জয়। অন্যদিকে ‘খেলাঘর’ ধারাবাহিকের পর ফের স্টার জলসার কোনও ধারাবাহিকে দেখা যাবে শুভাশিসকে।

[আরও পড়ুন: ছোটপর্দায় ফিরছে ‘নিখিল-শ্যামা’, ‘কৃষ্ণকলি’র পর নতুন ধারাবাহিকে জুটি বাঁধছেন নীল-তিয়াসা]

বেতাল পঞ্চবিংশতির গল্প ছোটবেলা থেকেই সবার চেনা। ‘বিক্রম বেতাল’ জুটি জনপ্রিয় আট থেকে আশির সব বয়সের মধ্যে। ছোটবেলার সেই স্বাদ ফিরিয়ে দেবে তাঁর ইঙ্গিত রয়েছে ধারাবাহিকের এই প্রোমোতেই। আগামী ৫ সেপ্টেম্বর থেকে স্টার জলসার পর্দায় দেখা যাবে এই ধারাবাহিক। সোম থেকে রবিবার বিকেল ৫ টায় দেখা যাবে ‘বিক্রম বেতাল’।

[আরও পড়ুন: ফিরছে ‘দ্য কপিল শর্মা শো’, অনুরাগীদের সুখবর দিলেন কমেডিয়ান নিজেই ]

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ