Advertisement
Advertisement
Writwik Mukherjee

‘পিছন থেকে ছুরি মারা হচ্ছে’, যৌনতার ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন ঋত্বিক

সম্প্রতি অভিনেতা সাহেব ভট্টাচার্যরও এমনই একটি ভিডিও ভাইরাল হওয়ায় শোরগোল পড়ে গিয়েছে।

Writwik Mukherjee opens up about his controversial video
Published by: Arani Bhattacharya
  • Posted:July 17, 2025 2:00 pm
  • Updated:July 17, 2025 3:00 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রযুক্তির গ্যাঁড়াকলে বিপন্ন জীবন। আর ঠিক সেভাবেই সাম্প্রতিককালে এআই দিয়ে বানানো ভিডিওর জেরে রীতিমতো গুরুতর সমস্যায় পড়েছে অভিনেতা  ঋত্বিক মুখোপাধ্যায়। সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ঋত্বিকের ‘অন্তরঙ্গ মুহূর্তে’র ভিডিও। যা নিয়ে দানা বেঁধেছে বিতর্ক। কে এমন জঘন্য ঘটনায় তাঁকে ফাঁসিয়েছেন, কী অনুমান করছেন তিনি? এবার এই নিয়ে এবার সংবাদমাধ্যমের সামনে মুখ খুললেন ‘আনন্দী’ খ্যাত অভিনেতা ঋত্বিক মুখোপাধ্যায় (Writwik Mukherjee)। 

Advertisement
Writwik Mukherjee
ফাইল ছবি

এই বিতর্কিত বিষয়ে অভিনেতা বলেন, “শুটিংয়ে ব্যস্ত ছিলাম। ফেক ভিডিওকে এত গুরুত্ব দেওয়ার দরকার নেই মনে করেছিলাম। কিন্তু আমার যাঁরা কাছের বন্ধু, তাঁরা যখন আমাকে বলল তখন আমি নড়েচড়ে বসলাম। তখন মনে হল জল মাথার উপর দিয়ে যাচ্ছে যেটা ঠিক হচ্ছে না। আমাকে এরপর অবশ্যই পদক্ষেপ করতে হত। আমি সাইবার সেলে কথা বলেছি। ইতিমধ্যেই সাইবার সেলের তরফে পদক্ষেপ করা হয়েছে। আমি নিজেও ওই ভিডিও দেখে অবাক হয়েছি। আর আমাকে যাঁরা ছোট থেকে চেনেন, তাঁরাও এটি দেখেছেন। বলেছেন যে ওই ভিডিও দেখে কোনওভাবেই মনে হচ্ছে না ওটা আমি। আমার সঙ্গে কোনও মিলই নেই। সাইবার সেলের তরফে এই বিষয় আরও খতিয়ে দেখে জানানো হয় যে এটি সম্পূর্ণ বিকৃত একটি ভিডিও। আমাকে পুরোপুরি ফাঁসানো হয়েছে। কে বা কারা এমনটা করছে তা যদিও এখনও জানতে পারিনি। তবে খুব তাড়াতাড়ি এটা জেনে যাব বলেই আশা করছি। আমার দর্শকের কাছে আমার একটাই কথা বলার, তোমরা আমার কাজ এতদিন ধরে দেখছ। আমাকে তোমরা চেনো। এবার বাকিটা তোমাদের উপর। এটা একেবারেই আমার ভিডিও নয়।”

অভিনেতা (Writwik Mukherjee) আরও বলেন, “এর পরবর্তী কী পদক্ষেপ করা যেতে পারে সেটাও আলোচনা করা হচ্ছে। আমার পরিবারের মানুষ আমাকে ছোট থেকে দেখছে। তাঁরা এটা দেখে একেবারেই বিশ্বাস করতে পারছেন না যে এটা আমি। কে আমাকে এইভাবে পিছন থেকে ছুরি মারতে চাইছে সেটা খুব তাড়াতাড়ি সামনে চলে আসবে। আমি এইমুহূর্তে অনুমানের ভিত্তিতে কারও নাম বলতে চাই না।” উল্লেখ্য, সম্প্রতি অভিনেতা সাহেব ভট্টাচার্যরও এমনই একটি ভিডিও ভাইরাল হওয়ায় শোরগোল পড়ে গিয়েছে। যদিও সেটি প্রযুক্তি মাধ্যমে তৈরি কিনা, তা নিয়ে তিনি এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া দেননি।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement