Advertisement
Advertisement
Miss World 2025

বিশ্বসুন্দরীর মুকুট জয় থাইল্যান্ডের ওপাল সুচাতার, চেনেন তাঁকে?

এবারের প্রতিযোগীতায় অংশ নিয়েছিলেন ১০৮টি দেশের প্রতিযোগীরা।

Thailand's Opal Suchata Chuangsri crowned Miss World 2025

ওপাল সুচাতা চুয়াঙ্গশ্রী।

Published by: Subhodeep Mullick
  • Posted:June 1, 2025 10:00 am
  • Updated:June 1, 2025 10:01 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৭২তম মিস ওয়ার্ল্ডের খেতাব জিতলেন থাইল্যান্ডের ওপাল সুচাতা চুয়াঙ্গশ্রী। হায়দরাবাদে অনুষ্ঠিত হয়েছিল এবারের প্রতিযোগিতা। এবারের প্রতিযোগিতায় প্রথম রানার আপ হয়েছেন ইথিওপিয়ার হাসেট দেরেজে। ভারতের মিস ওয়ার্ল্ড ইন্ডিয়া নন্দিনী গুপ্ত শেষ করলেন প্রথম কুড়িতে। গত বছরের পর এবারও ভারতে মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতা অনুষ্ঠিত হল। অংশ নিয়েছিলেন ১০৮টি দেশের প্রতিযোগীরা।

Advertisement

শনিবার খেতাব জেতার পরে সুচাতাকে গতবারের মিস ওয়ার্ড চেক প্রজাতন্ত্রের ক্রিস্টিনা পিসকোভা বিজয়ীর মুকুট পরিয়ে দেন। কে এই নতুন বিশ্বসুন্দরী? জানা গিয়েছে,  ফুকেটে জন্মগ্রহণ করা সুচাতা একজন থাই মডেল। আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে পড়াশোনা করছেন তিনি। মাত্র ১৬ বছর বয়সেই তিনি স্তন ক্যান্সারের শিকার হন। তারপর থেকে শুরু হয় লড়াই। থাইল্যান্ডে স্তন ক্যান্সার নিয়ে সচেতনতার বার্তা ছড়াতে তিনি বিশেষ ভূমিকা পালন করেছেন।এর আগে মেক্সিকো সিটিতে অনুষ্ঠিত আন্তর্জাতিক মিস ইউনিভার্স ২০২৪ প্রতিযোগিতায় থাইল্যান্ডের প্রতিনিধিত্ব করেছিলেন সুচাতা। সেখানে তিনি তৃতীয় রানার-আপ হয়েছিলেন।

এবারের প্রতিযোগিতায় নজর ছিল মিস ওয়ার্ল্ড ইন্ডিয়া নন্দিনী গুপ্তর দিকে। কিন্তু তিনি কুড়ি নম্বরে শেষ করলেন। প্রসঙ্গত, এখনও পর্যন্ত ভারতের ৬ জন সুন্দরী এই খেতাব জিতেছেন। তাঁরা হলেন যথাক্রমে- রিতা ফারিয়া পাওয়েল (১৯৬৬), ঐশ্বর্য রায় বচ্চন (১৯৯৪), ডায়ানা হেডেন (১৯৯৭), যুক্তামুখী (১৯৯৯), প্রিয়াঙ্কা চোপড়া (২০০০) ও মানুষী চিল্লার ২০১৭।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement