Advertisement
Advertisement

এবার সঞ্জয় লীলা বনশালির ছবিতে টাইগার শ্রফ?

বাদ গেলেন রণবীর সিং?

Tiger Shroff to star in Sanjay Leela Bhansali’s next?
Published by: Suparna Majumder
  • Posted:August 31, 2018 4:59 pm
  • Updated:August 31, 2018 4:59 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাঁর ছবি মানেই বিশাল ক্যানভাস। দর্শকের কাছে এক নতুন মুগ্ধতা। অভিনেতার ভোল পালটে দিতে সিদ্ধহস্ত পরিচালক সঞ্জয় লীলা বনশালি। এহেন পরিচালকের সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে থাকেন বলিউডের তারকারা। বিশেষ করে তরুণ প্রজন্ম। কারণ সঞ্জয় লীলা বনশালির ব্যানার মানেই ছবি সুপারহিট। তা সে ‘বাজিরাও মস্তানি’ হোক কিংবা ‘পদ্মাবত’। দুই ছবিতে রণবীর সিংয়ের পাশাপাশি দীপিকা পাড়ুকোনকে এমনভাবে পরিচালক তুলে ধরেছেন, যা দর্শকদের মন কেড়েছে। পাশাপাশি দুই তারকাকেই বলিউডের মাটিতে টিকে থাকার শক্ত ভিত দিয়েছেন। এবার অন্য এক তারকাকে সেই ভিত দিতে চলেছেন পরিচালক। বি-টাউনে জোর গুঞ্জন, এবার জ্যাকি-পুত্র টাইগার শ্রফকে দেখা যাবে সঞ্জয় লীলা বনশালির সিনেমায়।

Advertisement

[কেমন দেখতে সৃজিতের ভাওয়াল সন্ন্যাসীকে? প্রকাশ্যে যিশুর লুক]

গত তিন সিনেমা ধরে রণবীর সিং-কেই নিজের নায়ক অথবা খলনায়ক হিসেবে বেছেছেন পরিচালক। তবে এবার সেই সিদ্ধান্ত বদল করতে চলেছেন তিনি। ইতিমধ্যেই নাকি নায়ক-পরিচালকের মধ্যে কথাবার্তা শুরু হয়ে গিয়েছে। এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, প্রখ্যাত লেখক আমিশ ত্রিপাঠির কাহিনিকে এবার পর্দায় তুলে ধরতে চলেছেন সঞ্জয়। তাতেই নাকি টাইগারকে নায়ক হিসেবে চান তিনি। নাহ, সে উপন্যাস ‘মেলুহা’ কিংবা ‘ইকশভাকুর’ কাহিনি নয়। আমিশের এক অপ্রকাশিত উপন্যাসের সিনেমা তৈরির অধিকারই নিতে চলেছেন সঞ্জয়। আর তাতে নায়ক হিসেবে টাইগারকেই চান। কথাবার্তা ঠিক হয়ে গেলে পরের প্রস্তুতি শুরু হবে। কিন্তু ছবির নায়িকা কে হবে সে সম্পর্কে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি। সেক্ষেত্রেও দীপিকার বদলে অন্য নায়িকাকে নেওয়ার সম্ভাবনা প্রবল।       

[OMG! সোশ্যাল মিডিয়ায় এ কাকে খুঁজে পেলেন করণ জোহর]

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement