Advertisement
Advertisement

প্রেম-পরকীয়া-যৌনতায় সাবালক হয়ে আসছে ‘হ্যালো’

ট্রেলার দেখলেই বুঝবেন কতটা সাহসী হয়েছে এই ওয়েব সিরিজ।

Trailer of new web series 'Hello' released
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 15, 2017 6:00 am
  • Updated:September 15, 2017 6:26 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বড়পর্দায় থ্রিলারের অভাব নেই। একের পর এক মুক্তি পাচ্ছে থ্রিলার আর দর্শক তা চেটেপুটে খাচ্ছে থুড়ি দেখছে। এবার বাংলা ওয়েব সিরিজেও আসছে এক নয়া থ্রিলার, ‘হ্যালো’। হইচই ওয়েবসাইটের এই ওয়েব সিরিজে মুখ্য চরিত্রে দেখা যাবে জয় সেনগুপ্ত, রাইমা সেন, প্রিয়াঙ্কা সরকারকে।

Advertisement

hello_web

[ভয়-যৌনতার মিশেলে কতটা নজর কাড়ল ‘রাগিনি এমএমএস রিটার্নস’?]

সামনেই দুর্গাপুজো। আর এই ওয়েব সিরিজের প্রেক্ষাপটও উত্তর কলকাতার একটি বনেদি বাড়ির দুর্গাপুজো। সে বাড়ির বড় বউ নন্দিতা এই পুজোর সমস্ত দায়িত্ব একা হাতে সামলায়। কিন্তু হঠাৎই তাঁর মোবাইলে আসে একটা এমএমএস। আর এক লহমায় বদলে যায় তাঁর জীবন। কারণ এই এমএমএস আসলে প্রেমিকার সঙ্গে তাঁর স্বামীর সেক্স ভিডিও। নন্দিতার চরিত্রে এই প্রথম কোনও ওয়েব সিরিজে দেখা যাবে রাইমা সেনকে। জয় সেনগুপ্ত ও রাইমা সেন এই গল্পে স্বামী-স্ত্রী। জয় জড়িয়ে পড়েন এক পরকীয়া সম্পর্কে। তিনি বুঝতে পারেন কেউ তাঁর পিছনে গোয়েন্দা লাগিয়েছে। যে গোয়েন্দা একদিকে যেমন তাঁর পরকীয়ার কথা পৌঁছে দেয় তাঁর স্ত্রীর কাছে, অন্যদিকে তাঁর স্ত্রীকে এনে দেয় বেশ কিছু তথ্যও। কিন্তু এই গোয়েন্দাকে অ্যাপোয়েন্ট করলেন ক? সেই নিয়েই এই থ্রিলার।

raima-sen-debut-hoichoi-originals-web-series-3

 

[মোহময়ী স্বরে ‘রাত জাগাতে’ হাজির ‘তুমহারি সুলু’]

অনির্বান মল্লিকের পরিচালনায় এই প্রথম বাংলা ওয়েব সিরিজে দেখা যাবে রাইমা সেন, প্রিয়াঙ্কা সরকার ও জয় সেনগুপ্তকে। হইচই ওয়েবসাইট লঞ্চ করবে পুজোর ঠিক আগে। আর সেই সাইটেই মুক্তি পাবে এই থ্রিলার। আর তার আগেই মুক্তি পেল ট্রেলার।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement