Advertisement
Advertisement

খুন আর রহস্যে জমজমাট শবরের দ্বিতীয় অভিযান

শরীরী প্রতিহিংসায় উন্মাদ এক সিরিয়াল-কিলার। শিকার কলকাতার সুন্দরীরা। আর তার মাঝেই জড়িয়ে পড়লেন লালবাজারের অপরাধদমন শাখার অফিসার শবর দাশগুপ্ত।

Watch Detective Shabor's Action Against A Psyco-Killer In Kolkata
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 4, 2016 8:35 pm
  • Updated:July 4, 2016 8:35 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শরীরী প্রতিহিংসায় উন্মাদ এক সিরিয়াল-কিলার। শিকার কলকাতার সুন্দরীরা। আর তার মাঝেই জড়িয়ে পড়লেন লালবাজারের অপরাধদমন শাখার অফিসার শবর দাশগুপ্ত। এই টানটান কাহিনিরেখা নিয়ে জমে উঠল শবরের দ্বিতীয় অভিযান- ‘ঈগলের চোখ’।

Advertisement

shabor1_web

পরিচালক অরিন্দম শীলের এই ছবিও মাল্টিস্টারার। শবর দাশগুপ্তর চরিত্রে শাশ্বত চট্টোপাধ্যায়, তাঁর সহকারী পুলিশ অফিসারের ভূমিকায় শুভ্রজিৎ দত্ত তো রয়েছেনই। সঙ্গে আরও এক পুলিশ অফিসারের চরিত্রে ছবিতে অভিনয় করছেন গৌরব চক্রবর্তী।

shabor2_web
কিন্তু, চমক এখানে নয়। সিরিয়াল-কিলারের ভূমিকায় ছবিতে অভিনয় করেছেন অনিন্দ্য বন্দ্যোপাধ্যায়। আর যে সুন্দরীরা তাঁর শিকার, তাঁদের চরিত্রে দেখা যাবে পায়েল সরকার, অরুণিমা ঘোষ, জয়া এহসানকে। একটি বিশেষ চরিত্রে ছবিতে অভিনয় করেছেন জুন মালিয়াও।

shabor3_web
নিচের এই ট্রেলারে দেখুন সেই শরীরী প্রতিহিংসা আর শবরের রহস্য সমাধানের কয়েক ঝলক।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement