Advertisement
Advertisement

‘আইটেম বম্ব’ নুসরত, কুপোকাত দেব

'কোমর নরম' দুলিয়ে সব নায়িকাকে টেক্কা দিয়েছেন নুসরত জাহান। লাস্যে, হাস্যে আর নেশা ধরানো ছন্দে তিনি-ই সাক্ষাৎ 'আইটেম বম্ব'।

Watch Nusrat's Sizzling Item Song Along With Dev and Jisshu Sengupta From The Movie Kelor Kirti
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 30, 2016 7:29 pm
  • Updated:June 30, 2016 7:29 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ”হাটে-বাজারে বেড়েছে বেজায় গরম!” যে-ই না নুসরত দোলালেন তাঁর ‘কোমর নরম’!
ফলাফল?
দেখতে দেখতে কুপোকাত হলেন টলিপাড়ার ডাকসাইটে নায়ক দেব! বাদ গেলেন না যিশু সেনগুপ্তও!

Advertisement

itembomb1_web
কী কাণ্ড!
তবে, নুসরত কিন্তু এই ‘কেলোর কীর্তি’-র জন্য দোষ দিচ্ছেন সম্পূর্ণ নিজেকেই! বলছেনও খোলাখুলি, ”আমারই সব দোষ, পোষায় না উপোস!”
তার ঠিক পরেই বুঝেছেন নায়িকা, বড় ভুল জায়গায় কথাটা বলা হয়ে গিয়েছে। এক পা, এক পা করে তাঁর দিকে যে এগিয়ে আসছেন দেব আর যিশু! চোখে তাঁদের প্রেমের হাতছানি, মাথায় নুসরতের মদির নেশার ঘোর!

itembomb2_web
তার পর?
বাকিটা বরং দেখে নিন একেবারে নিচের এই ভিডিওয়। সদ্য মুক্তি পেয়েছে রাজা চন্দ-র নতুন ছবি ‘কেলোর কীর্তি’-র আইটেম গান। সেই গানেই ‘কোমর নরম’ দুলিয়ে সব নায়িকাকে টেক্কা দিয়েছেন নুসরত জাহান। লাস্যে, হাস্যে আর নেশা ধরানো ছন্দে তিনি-ই সাক্ষাৎ ‘আইটেম বম্ব’।

itembomb3_web
তাঁকে ঘিরে কেমন ‘কেলোর কীর্তি’-তে মেতেছেন দেব আর যিশু, না দেখলে বিশ্বাসই হবে না! বার বার করে বলছেন বটে নায়িকা, ”ওরে বাবু, দে আমায় ছেড়ে!”
কিন্তু, সেই কথায় কেউ কান দিলে তো!

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement