Advertisement
Advertisement

রুদ্ধশ্বাস রোমাঞ্চে আপনার গায়ে কাঁটা জাগাবে ‘শিবায়’

গাঁজার কলকে, ত্রিশূল ট্যাটু, পর্বতবাস- সব মিলিয়ে অজয় দেবগনের চরিত্রে দেখা যাচ্ছে শিবের ছায়া।

Watch The Exclusive Trailer Of Shivaay
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 7, 2016 8:41 pm
  • Updated:August 7, 2016 8:41 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এর আগে চোখের সামনে এসেছিল খানকতক টিজার। অজয় দেবগন নিজের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করেছিলেন ছবির বেশ কয়েকটা পোস্টারও। তারা বলে দিচ্ছিল, অজয় দেবগনের ছবি পরিচালনায় হাত দেওয়ার সিদ্ধান্ত একেবারে ঠিকঠাক!

Advertisement

shivaay1_web
আসলে শুরু থেকেই বলিউডে তো বটেই, ভক্তদের মধ্যেও আগ্রহ জাগিয়েছিল অজয় দেবগন পরিচালিত প্রথম ছবি ‘শিবায়’। আগ্রহ না বলে কৌতূহল বললেই ঠিক হয়। কেন না, টিজার আর পোস্টারেই সবাইকেই রুদ্ধশ্বাস দশায় নিয়ে এসেছিল ‘শিবায়’।

shivaay3_web
কারণটা হিমালয়ের বরফঢাকা নিসর্গ। এবং সেই কনকনে ঠান্ডায় কখনও খালি গায়ে, কখনও বা পর্বতারোহীর পোশাকে অজয় দেবগনের তুখোড় স্টান্ট! যা প্রতি মুহূর্তে হাতছানি দেয় মৃত্যুকে!
সেই সব পেরিয়ে এসে এবার মুক্তি পেল ছবির প্রথম পূর্ণাঙ্গ ট্রেলার। প্রায় মিনিট চারেক দীর্ঘ এই ট্রেলার কী তুলে ধরল চোখের সামনে?

shivaay2_web
টিজারে আর পোস্টারে উত্তেজনার যে পারদটা চড়িয়েছিলেন অজয়, সেটাই আরও এক ধাপ উঠল ট্রেলারে। ট্রেলারে শোনা যাচ্ছে নায়কের ব্যারিটোন ভয়েসে এক কবিতা। সেই কবিতা বলছে শিবের মাহাত্ম্য। কী ভাবে সাধারণেই মিশে থাকেন অসাধারণ এই দেবপুরুষ, তাই ব্যাখ্যা করছেন নায়ক।

shivaay4_web
এছাড়া আরেকটাও খুব কৌতূহলের বিষয় তুলে ধরেছে ট্রেলার। গাঁজার কলকে, ত্রিশূল ট্যাটু, পর্বতবাস- সব মিলিয়ে অজয় দেবগনের চরিত্রে দেখা যাচ্ছে শিবের ছায়া। এরই ঠিক একশো আশি ডিগ্রি উল্টো পিঠে দেখা যাচ্ছে এক সাধারণ মানুষের জীবনও।

shivaay5_web
বেশি কথায় কাজ কী! নিচের ভিডিওয় দেখে নিন ছবির ট্রেলারটি। রুদ্ধশ্বাস রোমাঞ্চে গায়ে কাঁটা আপনার দেবেই; হলফ করে বলা যায়!

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement