Advertisement
Advertisement

সুন্দরী ভূতের গল্প নিয়ে হাজির ‘গ্রেট গ্র্যান্ড মস্তি’

মস্তি সিরিজের এই ছবি এবার ভয় আর মজার ককটেল তৈরি করতে চলেছে।

Watch The Trailer of Great Grand Masti
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 17, 2016 1:32 pm
  • Updated:June 17, 2016 1:36 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘গ্রেট’ কি না, তা নিয়ে প্রশ্ন উঠবে। প্রশ্ন উঠবে কতটা ‘গ্র্যান্ড’, তা নিয়েও!
তার পরেও ট্রেলার মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গে ‘গ্রেট গ্র্যান্ড মস্তি’ উঠে এল বিনোদন দুনিয়ার শিরোনামে।

Advertisement

masti_web

কারণটা কিন্তু নিছক যৌনতা নয়। বরং ভূত!
মস্তি সিরিজের এই ছবি এবার এমন ভয় আর মজার ককটেল তৈরি করতে চলেছে। ট্রেলারের শুরু থেকেই তাই বার বার উঠে এসেছে ভূতের কথা।

masti3_web

মজা করে বলা হয়েছে, সিরিজের একেবারে প্রথম ছবিতে তিন ছেলের মাথায় এক মেয়ের ভূত চেপেছিল! দ্বিতীয় দফায় তিন ছেলের মাথায় চেপেছিল তিন মেয়ের ভূত। আর এবার?
এবারে একটি সুন্দরী ভূত ভর করবে তিন ছেলের উপরে!

masti5_web
ট্রেলারে দেখাও যাচ্ছে তার ইঙ্গিত। সম্পত্তি-সংক্রান্ত কোনও কাজে তিন বন্ধু আফতাব শিবদাসানি, রীতেশ দেশমুখ আর বিবেক ওবেরয় এসে পৌঁছেছেন একটা বড় পুরনো বাড়িতে। সেই গা ছমছমে বাড়িতে তাঁদের সঙ্গে দেখা হয়ে যায় এক সুন্দরী মহিলার। ঊর্বশী রাউতেলার!

masti1_web
তার পর যখন জানা যায় সে-ই এই বাড়ির ভূত, কী অবস্থা হয় তিন বন্ধুর?
সে কথা জানা যাবে ২২ জুলাই ছবি মুক্তি পেলে।
আপাতত নিচের এই ভিডিওয় দেখুন ছবির সদ্য মুক্তিপ্রাপ্ত ট্রেলার।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস