সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সদ্য মুক্তি পেল ‘তুম বিন ২’-এর ট্রেলার। অনেক দিন ধরেই জল্পনা-কল্পনা চলছিল ছবিটা কেমন হতে পারে তা নিয়ে! এবার কয়েক ঝলকে তা কিছুটা হলেও আঁচ করা গেল!
কাহিনিরেখা প্রায় একই রকমের! ২০০১-এর ‘তুম বিন’ ছবিটির কথা মনে থাকলে মিলিয়ে নিতে অসুবিধা হবে না। ফুটফুটে এক নায়িকা আর সুদর্শন দুই পুরুষের ত্রিকোণ প্রেমের কাহিনি। একজনের মৃত্যুর পরে আরেকজনের সঙ্গে কী ভাবে পূর্ণতা পায় নায়িকার প্রেম- তাই নিয়েই গড়ে উঠেছিল ‘তুম বিন’।
এবারেও তার ব্যত্যয় হচ্ছে না। তফাতের মধ্যে ‘তুম বিন ২’ অনেক বেশি যুগোপযোগী। চুমু, শরীরী প্রেমের উষ্ণ দিন- কোনও কিছুই বাদ যায়নি ছবি থেকে। তাদের হাত ধরেই পথ হেঁটেছে প্রেম আর বিরহ।
অনেক দিন পরে এই ছবি দিয়ে বলিউডের পর্দায় ফিরে এলেন নেহা শর্মা। তাঁর সঙ্গে রয়েছেন আদিত্য শীল আর অসীম গুলাটি। তাঁদের প্রেমের ধরন কী রকম, তা দেখে নিন নিচের ভিডিওয়!
অবশ্য, নতুন এই ছবি নিয়ে একটা সন্দেহ থেকেই যাচ্ছে! ‘তুম বিন’ ভীষণ ভাবে জনপ্রিয় হয়েছিল তার গানের জন্য। সেই কথা মাথায় রেখেই জগজিৎ সিংয়ের ‘কোই ফরিয়াদ’ গানটিকে নতুন আঙ্গিকে রাখা হয়েছে ছবির সিক্যুয়েলে। বাকিটা দেখা যাক! আপাতত বরং চোখ থাকুক ট্রেলারেই!
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.