সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ব্লাডি হেল! এই তুরুপের তাসও লুকিয়ে ছিল কঙ্গনা রাণাওয়াতের হাতে? ‘রঙ্গুন’-এর এই নতুন গান না থাকলে তা বোঝাই যেত না৷ অভিনয়ের সুবাদে আগেই বলিউডের ক্যুইন-এর তকমা পেয়ে গিয়েছেন অভিনেত্রী৷ এবারে হলেন ‘হান্টারওয়ালি’৷ কঙ্গনার এই এক ‘আন্দাজে’ ঘায়েল করিনার প্রাক্তন ও বর্তমান প্রেমিক৷
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সেনা শিবিরের মতোই সোশ্যাল নেটওয়ার্কিং সাইটেও ঝড় তুলেছে কঙ্গনার নয়া ‘আন্দাজ’৷ যাকে পারফেক্ট কমপ্লিমেন্ট দিয়েছে সইফ আলি খানের নবাবি আভিজাত্য এবং রাফ অ্যান্ড টাফ শাহিদ কাপুর৷ গুলজারের কথায় সুর সাজিয়েছেন পরিচালক বিশাল ভরদ্বাজই৷ আর নতুন বছরের শুরুতেই দর্শকের আরও একটি মাস্টার পিস উপহার দিল সুনিধি চৌহানের কণ্ঠ৷
ফেব্রুয়ারি মাসেই বড় পর্দায় আসছে বিশাল ভরদ্বাজের রঙ্গুন৷ প্রথম ঝলকেই সাড়া ফেলে দিয়েছিল সিনেপ্রেমীদের মধ্যে৷ সেই চাহিদাকেই আরও একটু বাড়িয়ে দিল ‘ব্লাডি হেল’৷
আরও পড়ুন –
গান বেঁধে ট্রাম্পকে বিঁধলেন রহমান, উঠে এল নোট বাতিলের গাথাও
ফটোশুটে টপলেস হলেন এই বলি অভিনেত্রী
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.