Advertisement
Advertisement
বিগ বস

‘বিগ বস’-এর ঘরে রেশমির শরীর নিয়ে মন্তব্য, শেফালিকে একহাত নিলেন জারিন

অভিনেত্রী কিশোর মার্চেন্টও তুলোধোনা করেছেন শেফালিকে।

Zareen Khan calls out Shefali Bagga for body-shaming Rashami Desai
Published by: Bishakha Pal
  • Posted:October 7, 2019 8:29 am
  • Updated:October 7, 2019 4:35 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘বিগ বস’-এর প্রতিযোগী সাংবাদিক শেফালি বাগ্গকে তুলোধোনা করলেন অভিনেত্রী জারিন খান। অভিনেত্রী রেশমি দেশাইকে শরীর নিয়ে মন্তব্য করেছিলেন শেফালি। প্রতিযোগিতা চলাকালীনই এমন ঘটনা ঘটেছিল। কিন্তু এভাবে কাউকে বলা পছন্দ হয়নি জারিন খানের। তাই সোশ্যাল মিডিয়ায় শেফালিকে বিঁধলেন তিনি।

Advertisement

ইনস্টাগ্রামে জারিন লিখেছেন, শেফালি যেভাবে রেশমিকে বলেছেন, তা খুব লজ্জাজনক। একজন মহিলা হিসেবে অন্য এক মহিলাকে এমন মন্তব্য করা সত্যিই দুঃখের। শেফালি পেশায় একজন সাংবাদিক। তিনি এমন মন্তব্য করবেন, তা মেনে নেওয়া যায় না। শেফালি একজন সাংবাদিক হয়েও মহিলাদের সম্পর্কে এমন ভাবেন? প্রশ্ন তোলেন জারিন। এও বলেন, তিনি শুধু রেশমি দেশাইকেই শরীর নিয়ে কটাক্ষ করেননি। এমনকী আরতি সিংয়ের ব্যক্তিগত জীবন নিয়েও মন্তব্য করেন। এটা কখনওই উচিত নয়। আরতির পাশে দাঁড়িয়েছেন প্রাক্তন ‘বিগ বস’ প্রতিযোগী কিশোর মার্চেন্টও। তিনি বলেছেন, “তুমি তো শক্ত মেয়ে। কাল দেখে নিও। একদিন তোমারও দিন আসবে।”

zareen-khan

[ আরও পড়ুন: অষ্টমীর মুখার্জি বাড়িতে চাঁদের হাট, রানি-কাজলের আমন্ত্রণে হাজির সস্ত্রীক অমিতাভ ]

যদিও নিজের সাফাই গেয়েছেন শেফালিও। বলেছেন, ‘বিগ বস’-এর ঘরে তাঁকে যে টাস্ক দেওয়া হয়েছিল, তা পূরণ করার জন্যই তিনি এসব করেছিলেন। পরে তিনি ক্ষমাও চেয়ে নেন। যদিও নেটিজেনরাও এনিয়ে সরব হয়েছেন। কেউ কেউ তো বলছেন, টাস্কের নাম করে অনেক অনুচিত কাজ করেছেন শেফালি। একবারও ভাবেনি এই টাস্কের মাধ্যমে দেখানো হয়, সেলেবরা জেতার জন্য কীই না করতে পারে। কেউ আবার শেফালিকে এমন বলেও ঠুকেছেন যে, বাইরে থেকে যে তথ্যগুলি তিনি জেনেছেন, সেগুলোই তিনি শোয়ে ব্যবহার করছেন। এটা একেবারেই কাম্য নয়। হিংসা ছড়ানোর জন্য শেফালিকে বের করে দেওয়া উচিত।

[ আরও পড়ুন: স্বামীকে সঙ্গে নিয়ে প্রথমবার অঞ্জলি দিলেন নুসরত, মায়ের কাছে কী চাইলেন সাংসদ? ]

//www.instagram.com/tv/B3G4RTRAiHw/?utm_source=ig_embed&utm_campaign=dlfix

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement