সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুক্রবার বিকেলে ভারতীয় বিনোদুনিয়ায় আছড়ে পড়া খবরে সোকে মুহ্যমান সকলে। এদিন সিঙ্গাপুরে গায়কের অকালপ্রয়াণে রীতিমতো স্তম্ভিত বিনোদুনিয়া থেকে অনুরাগী মহল। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫২ বছর। বিদেশের মাটিতে মর্মান্তিক মৃত্যু জনপ্রিয় গায়ক জুবিন গর্গের। নর্থ ইস্ট ফেস্টিভ্যালে যোগ দিতে সিঙ্গাপুরে গিয়েছিলেন জুবিন। দু’দিন আগে নিজের সোশাল মিডিয়া হ্যান্ডল থেকে সিঙ্গাপুরের বুকে আয়োজিৎ হওয়া চতুর্থ নর্থ-ইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যাল নিয়ে প্রচার সেরেছিলেন জুবিন। মাতৃভূমির প্রতি তাঁর ভালোবাসা ফুটে উঠেছে সেই ভিডিওতে। গায়কের শেষ পোস্টেও নিজের মাতৃভূমি অসমের জয়গান।
উত্তর-পূর্ব ভারতের শিল্পী, সংস্কৃতি, খাবার, ফ্যাশন সবকিছুই যে বিশ্বের দরবারে তুলে ধরা সেখানকার মানুষ, একজন শিল্পী ও এই উৎসবের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে বড় দায়িত্বের মধ্যে পড়ে তা স্পষ্ট তাঁর সেই পোস্টে। ওই ভিডিওতে জুবিনকে বলতে শোনা যায়, “আমার সিঙ্গাপুরের সকল বন্ধুদের সিঙ্গাপুরের সানটেকে আয়োজিত চতুর্থ নর্থ-ইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যালে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। এই উৎসবে ভারতের উত্তর-পূর্বের শিল্প, সংস্কৃতি, কারুশিল্প, চা, পোশাক, উত্তর-পূর্বের গায়কদের নিয়ে বিশেষ অনুষ্ঠান আপনাদের দরবারে তুলে ধরব। আপনাদের কাছে একান্ত অনুরোধ আপনারাও আমাদের সঙ্গে এই উৎসবে সামিল হন। এই উৎসবের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে এ আপনাদের কাছে আমার একান্ত এক অনুরোধ। ২০ তারিখ সন্ধ্যায় আমি থাকব আপনাদের সঙ্গে এক বিশেষ অনুষ্ঠান নিয়ে। আমার বহু জনপ্রিয় অসমীয়া এবং হিন্দি গান পরিবেশন করব এই সন্ধ্যায়।”
অসমের জোড়হাটে জুবিনের আদিবাড়ি। অহমিয়া, হিন্দি-বাংলা মিলিয়ে প্রায় ৩৮ হাজার গান রেকর্ড করেছেন তিনি। তিন দশকের কেরিয়ারে ৪০টি ভিন্ন ভাষায় গান গাওয়ার রেকর্ডও রয়েছে তাঁর। উল্লেখ্য, জন্মসূত্রে অসমের হলেও বলিউডে বেশ পরিচিত নাম জুবিন। গান গেয়েছেন ‘ফিজা’, ‘গ্যাংস্টার’, ‘রাজ’, ‘থ্রিডি’, ‘কৃষ থ্রি’র মতো সিনেমায়। বাংলা চলচ্চিত্রেও একাধিক গান গেয়েছেন তিনি। রংবাজ, খিলাড়ি, খোকা ৪২০-এর মতো সিনেমায় দিয়েছেন কণ্ঠ। শুক্রবার তাঁর মর্মান্তিক মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই শোকস্তব্ধ সঙ্গীতজগৎ। একইসঙ্গে তাঁর শেষ এই ভিডিও দেখে শোকে মুহ্যমান তাঁর অনুরাগীদের রীতিমতো চোখ ভিজেছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.