উদ্ধার হওয়া টাকা।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যত কাণ্ড ওড়িশায়। বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকে বিতর্কের কেন্দ্রবিন্দুতে ওড়িশা। এবার ওড়িশার বনদপ্তরের এক অফিসারের বাড়িতে অভিযান চালিয়ে উদ্ধার ১ কোটি ৪৪ লক্ষ টাকা। উদ্ধার করা হয়েছে, চারটি সোনার বিস্কুট, ১৬টি সোনার কয়েন ও ৪.৬৩ কেজি রুপোর গয়নাও।
শুক্রবার ওড়িশার ভিজিল্যান্সদপ্তর অভিযান চালায়। ২০ জনেরও বেশি অফিসারদের নিয়ে তৈরি দল অভিযান চালায় কোরাপুট জেলার জয়পুরের ডেপুটি রেঞ্জার রমাচন্দ্র নিপকের ছয়টি বাড়িতে। অভিযানে জয়পুর শহরে থাকা ওই বনকর্তার বাড়ি থেকে ১ কোটি ৪৪ লক্ষ টাকা ও ১.৫ কেজি সোনা, ৪.৬৪ কেজি রুপো, ৪টি সোনার বিস্কুট,১৬টি সোনার কয়েন পাওয়া গিয়েছে। এছাড়াও জয়পুর শহরে থাকা দু’টি সম্পতির হদিশ পেয়েছেন তদন্তকারীরা।
তবে এই বিপুল টাকা ও সম্পতি বৈধ বলে দাবি করেছেন বনদপ্তরের কর্তা। নিপক জানিয়েছেন, এই টাকা তার ছেলে ও বউমারও। যারা ব্যবসা করেন। সোনার কয়েন ও বিস্কুট উদ্ধারের বিষয়ে তিনি জানান, সোনা ও রুপো তাঁর ও ছেলের বিয়ের সময় উপহার হিসেবে পেয়েছেন। তাঁর আবাসন থেকে উদ্ধার হওয়া টাকা গুনতে মেশিন আনিয়েছেন তদন্তকারীরা। মনে করা হচ্ছে, টাকার পরিমাণ আরও বাড়তে পারে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.