সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুণ্য রথযাত্রার (Rath yatra) সময় দুর্ঘটনা! আহমেদাবাদের (Ahmedabad) একটি বাড়ির ব্যালকনি ভেঙে পড়ে মৃত্যু হল এক ব্যক্তির। আহত পাঁচ। মঙ্গলবার বিকেলে এই ঘটনায় শোকের ছায়া নামল এলাকায়।
জানা যাচ্ছে, আহমেদাবাদের দরিয়াপুর অঞ্চলে ওই দুর্ঘটনা ঘটেছে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ভিডিওটি। তাতে দেখা যাচ্ছে, তিনতলা বাড়িটির দোতলার বারান্দায় দাঁড়িয়েছিলেন অনেকেই। আচমকাই ব্যালকনিটি ভেঙে পড়ে। দুর্ঘটনায় প্রয়াত হয়েছেন ৩৬ বছরের মেহুল পাঞ্চাল। গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে ভরতি করা হয়। সেখানেই তিনি মারা যান। আহত পাঁচজন এখনও চিকিৎসাধীন হাসপাতালে। তবে তাঁদের অবস্থা স্থিতিশীল বলেই জানা যাচ্ছে।
Accident during Rath Yatra in Ahmedabad, many injured due to balcony collapse
— Pawan Shandilya (@pawanshandilya8)
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের সূত্রে জানা যাচ্ছে, বাড়িটি অত্যন্ত পুরনো ও ভঙ্গুর। এরপর যেন এই ধরনের দুর্ঘটনা না ঘটে, তাই বিপজ্জনক বাড়িগুলিকে চিহ্নিত করার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.