Advertisement
Advertisement
Cloudburst in Uttarakhand

উত্তরাখণ্ডে ফের মেঘ ভাঙা বৃষ্টি, কবলে একাধিক গ্রাম, তছনছ ঘরবাড়ি-দোকানপাট, নিখোঁজ বেশ কয়েকজন

একজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে প্রশাসন।

1 feared dead after cloudburst in Uttarakhand's Chamoli
Published by: Subhajit Mandal
  • Posted:August 23, 2025 9:17 am
  • Updated:August 23, 2025 9:18 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের বিপর্যস্ত দেবভূমি উত্তরাখণ্ড। এবার মেঘ ভাঙা বৃষ্টির জেরে হড়পা বান চামোলিতে। যার জেরে একজনের মৃত্যু হয়েছে। বহু দোকানপাট, ঘরবাড়ি, একাধিক গাড়ি তছনছ। বেশ কিছু বাসিন্দার এখনও খোঁজ মিলছে না।

Advertisement

স্থানীয় সূত্রের খবর, শুক্রবার ভোররাতে আচমকা মেঘভাঙা বৃষ্টি শুরু হয় চামোলির বিস্তীর্ণ এলাকায়। যার জেরে লাগওয়ারা গ্রামে এক তরুণীর মৃত্যু হয়। থারালি বাজার, কোটদীপ এবং থারালি ব্লকের বহু এলাকা বালি, পাথর ও কাদায় ঢেকে গিয়েছে। শহুরে এলাকায় পার্কিংয়ে থাকা বহু গাড়ি ক্ষতিগ্রস্ত। চেপদাঁও বাজার ও থারালি বাজারের অনেক দোকানে বালি-কাদা-জল ঢুকেছে। একাধিক রাস্তায় বালি-কাদা জমে পুরোপুরি বন্ধ। প্রশাসন উদ্ধারকাজ শুরু করেছে। সবচেয়ে চিন্তার হল, একাধিক স্থানীয় বাসিন্দার নিখোঁজ হওয়ার খবর মিলছে।

উত্তরাখণ্ডে গত কিছুদিন ধরেই ভারী বৃষ্টি চলছে। তার জেরে ফুঁসছে রাজ্যের অধিকাংশ নদী। হরিদ্বারে বিপদসীমার উপর দিয়ে বইছে গঙ্গা। কিছুদিন আগেই ধারালি এলাকায় হড়পা বানে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। ক্ষয়ক্ষতিও হয়েছে বিস্তর। বস্তুত, চলতি বছরের শুরু থেকেই প্রাকৃতিক বিপর্যয়ের শিকার হচ্ছে উত্তর ভারতের একাধিক রাজ্য। বিশেষ করে উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, কাশ্মীরের মতো পাহাড়ি রাজ্যগুলিতে ভুমিধস, হড়পা বান, মেঘ ভাঙা বৃষ্টির মতো ভয়াবহ বিপর্যয় কার্যত নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। দিন কয়েক আগে কাশ্মীরে মেঘ ভাঙা বৃষ্টিতে ৬০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। কিছুদিন আগে হিমাচলেও একই রকম ভাবে মেঘ ভাঙা বৃষ্টির জেরে হড়পা বানের পরিস্থিতি তৈরি হয়েছিল।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement