Advertisement
Advertisement
Madhya Pradesh

মধ্যপ্রদেশে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাক পিষে দিল কানওয়ার যাত্রীদের, মৃত ১, আহত ৬ পুণ্যার্থী

ইন্দোর জেলায় ঘটেছে ভয়াবহ দুর্ঘটনা।

1 Kanwar Pilgrim Dead and 3 Injured As Truck Runs Over Them In Madhya Pradesh

প্রতীকী ছবি

Published by: Kishore Ghosh
  • Posted:July 31, 2025 8:55 am
  • Updated:July 31, 2025 9:15 am   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মধ্যপ্রদেশের ইন্দোর জেলায় ভয়াবহ দুর্ঘটনা। তীব্র গতিতে ছুটে আসা ট্রাক পিষে দিল কানওয়ার যাত্রীদের। এই ঘটনায় এক পুণ্যার্থীর মৃত্যু হয়েছে। আহত আরও ৬ জন।

Advertisement

ইন্দোরের ডিএসপি উমাকান্ত চৌধুরী জানিয়েছেন, বুধবার রাতে ইন্দোর জেলা শহর থেকে ৩০ কিলোমিটার দূরে কাটি ঘাটি এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে। ট্রাক চালক নিয়ন্ত্রণ হারিয়ে পায়ে হেঁটে উজ্জয়নের উদ্দশে যাত্রা করে কানওয়ার যাত্রীদের পিষে দেন। আদর্শ রাঠোর নামের এক পুণ্যার্থীর মৃত্যু হয় ঘটনাস্থলেই। দুর্ঘটনায় আহত ছ’জন পুণ্যার্থীকে
মহারাজা যশবন্তরাও সরকারি হাসপাতাল ভর্তি করা হয়েছে।

জেলার শীর্ষ পুলিশ আধিকারিক আরও জানান, আহতদের মধ্যে এক পুণ্যর্থীর অবস্থা আশঙ্কাজনক। হাসপাতালের আইসিইউ বিভাগে তাঁর চিকিৎসা চলছে। দুর্ঘটনার পর ট্রাকটিকে ফেলে পালিয়ে গিয়েছেন চালাক। তাঁকে গ্রেপ্তারের জন্য এলাকায় তল্লাশি চালাচ্ছে পুলিশ।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ