Advertisement
Advertisement

১০ লক্ষ টাকার বাতিল নোট-সহ আটক ট্রাক

১০ কেজি গাঁজাও উদ্ধার হয়েছে ট্রাক থেকে।

10 kg cannabis, Rs 10 lakh in old notes recovered from truck in Jammu
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:December 6, 2016 6:11 pm
  • Updated:December 6, 2016 6:11 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১০ লক্ষ টাকার বাতিল হওয়া নোট আর ১০ কেজি মাদক-সহ একটি ট্রাক আটক করল পুলিশ। সোমবার জম্মুর কুঞ্জওয়ানি চক এলাকা থেকে ট্রাকটি আটক করা হয়।

Advertisement

ট্রাক চালককে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে টাকা ও মাদক সবই দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ থেকে জম্মুতে পাচারের উদ্দেশ্যেই নিয়ে আসা হচ্ছিল। যে ১০ লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে সেগুলির সবই পুরনো ৫০০ ও ১০০০ টাকা নোট বলে জানা গিয়েছে।

অন্যদিকে, জম্মুর সালেহার থেকে বাতিল হওয়া ২০ বোতল সিরাপ,  ৫৪০টি ক্যাপসুল আটক করেছে পুলিশ। ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement