সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কিডন্যাপ না হয়েও অপহরণের গল্প তৈরি করে ফেলেছে এক বছর দশেকের মেয়ে৷ অদ্ভূত শোনালেও ঘটনাটা সত্যি৷ মিরাটের সাহারানপুরে এমনই ঘটনায় বিস্মিত পুলিশ৷
মা বাবার বকুনি থেকে বাঁচতেই পঞ্চম শ্রেণির এই নাবালিকা এমন গল্প তৈরি করেছে৷ শনিবার রাতে মা বাবার অনুমতি ছাড়া এক বন্ধুর জন্মদিনের পার্টিতে গিয়েছিল সে৷ সন্ধেবেলায় বেশ খানিকক্ষণ তাকে বাড়িতে না পেয়ে পুলিশের দারস্থ হন তার অভিভাবকরা৷ পুলিশ কোন পদক্ষেপ নেওয়ার আগেই নিজেই বাড়ি ফিরে আসে মেয়েটি৷ মা বাবা তার কাছ থেকে জানতে চাওয়ায় সে দাবি করে, বাড়ির সামনে থেকে ৪ জন অপরিচিত ব্যক্তি তাকে অপহরণ করে এবং তাদের চোখে ধুলো দিয়েই সে পালিয়ে আসে৷ পুলিশের প্রশ্নের মুখে মেয়েটি জানায়, তাকে একটি অচেনা জায়গায় তুলে নিয়ে যাওয়া হয়৷ কিন্তু প্রশ্ন যত বাড়তে থাকে অসঙ্গতিও লক্ষ্য করা যায় তার বয়ানে৷ পুলিশের অনুমান, আদতে এমন কোনও ঘটনাই ঘটেনি৷
খোঁজ চালিয়ে জন্মদিনের পার্টির কথা জানতে পেরে সেই বন্ধুর বাবা মা’র সঙ্গে যোগাযোগ করে পুলিশ নিশ্চিত হয়ে যায় অভিভাবকদের শাস্তির হাত থেকে রেহাই পেতেই এরকম একটি গল্প তৈরি করেছে সেই নাবালিকা৷ জানা যাচ্ছে, জন্মদিনের পার্টিতে ওই মেয়েটির ছবিও পাওয়া গেছে৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.