Advertisement
Advertisement
IndiGo

কাঠগড়ায় ইন্ডিগো, যান্ত্রিক ত্রুটির জেরে ১৮ ঘণ্টা দেরি! মুম্বই বিমানবন্দরে চরম ভোগান্তিতে যাত্রীরা

বিমানবন্দরে ১৮ ঘণ্টা ধরে অপেক্ষা করছেন অন্তত ১০০ জন যাত্রী।

100 IndiGo passengers stranded at Mumbai airport as fight delayed for 16 hours

ফাইল ছবি।

Published by: Amit Kumar Das
  • Posted:December 29, 2024 12:20 am
  • Updated:December 29, 2024 12:20 am   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের কাঠগড়ায় ইন্ডিগো বিমান। যান্ত্রিক ত্রুটির জেরে দফায় দফায় পিছিয়ে গেল বিমান ছাড়ার সময়। মুম্বই থেকে তুরস্ক যাওয়ার জন্য মুম্বই বিমানবন্দরে গত ১৮ ঘণ্টা ধরে অপেক্ষা করছেন অন্তত ১০০ জন যাত্রী। যদিও এখনও পর্যন্ত ছাড়া যায়নি বিমানটি। এই ঘটনায় ক্ষোভ উগরে দিয়েছেন যাত্রীরা।

Advertisement

শনিবার সকাল ৬টার ৫৫ মিনিটে মুম্বই থেকে ইস্তানবুলের উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল ইন্ডিগোর একটি বিমানের। তবে বিমান ছাড়ার কিছুক্ষণ আগে তাতে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ায় বিমান ছাড়া যায়নি। এরপর থেকে দফায় দফায় বিমান ছাড়ার সময় পিছিয়ে দেওয়া হয়। তবে এখনও পর্যন্ত তা ছাড়া যায়নি বলেই জানা যাচ্ছে। এমনকি যাত্রীদের জন্য অন্য বিমানেরও ব্যবস্থা করা হয়নি। ইন্ডিগোর তরফে জানানো হয়েছে, ‘প্রযুক্তিগত সমস্যার কারণে ইস্তানবুলগামী বিমান নির্ধারিত সময়ে ছাড়তে পারেনি। তার জন্য আমরা দুঃখিত।’ এরপর যাত্রীদের নিয়ে যেতে অন্য একটি বিমানের ব্যবস্থা করা হয়েছে বলে ইন্ডিগোর তরফে দাবি করা হয়।

যদিও যাত্রীদের অভিযোগ, এভাবে তিনবার বিমান ছাড়ার সময় বদলানো হয়েছে। প্রতিবারই যাত্রীদের বিমানে উঠতে বলা হয় এবং কিছুক্ষণ পর ফের নামিয়ে দেওয়া হয় তাঁদের। দফায় দফায় এই ঘটনাক চলায় শেষপর্যন্ত ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। সোশাল মিডিয়াতেই বিষয়টি নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন যাত্রীরা। এক যাত্রী জানান, ‘১২ ঘণ্টা ধরে মুম্বই বিমানবন্দরে আটকে। অথচ কর্তৃপক্ষ কোনও উদ্যোগ নিচ্ছে না। কেউ আবার ইন্ডিগো কর্মীদের বিরুদ্ধে অভব্য আচরণের অভিযোগ তুলেছেন। অভিযোগ উঠছে ইন্ডিগো কর্মী বা আধিকারিকদের তরফে কোনও সহযোগিতা করা হচ্ছে না।

ইন্ডিগো বিমানে এহেন সমস্যার ঘটনা অবশ্য প্রথমবার নয়, মাসখানেক আগে ইস্তানবুল থেকে দিল্লিগামী বিমানে একই সমস্যা হয়েছিল। যার জেরে প্রায় ১৮ ঘণ্টা ইস্তানবুলের বিমানবন্দরে অপেক্ষা করতে হয় যাত্রীদের। সেই ঘটনায় চরম ভোগান্তির মুখে পড়েন প্রায় ৪০০ জন ভারতীয় যাত্রী। এবার মুম্বই থেকে ইস্তানবুল যাওয়ার বিমানে ঘটল একই ঘটনা।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ