Advertisement
Advertisement
UttarPradesh

মন্দিরে যাওয়ার পথেই সব শেষ, উত্তরপ্রদেশে ভয়াবহ পথদুর্ঘটনায় তিন শিশু-সহ ১১ জনের মৃত্যু

গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি চারজন।

11 killed as vehicle plunges into canal in UttarPradesh
Published by: Gopi Krishna Samanta
  • Posted:August 3, 2025 1:16 pm
  • Updated:August 3, 2025 1:27 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উত্তরপ্রদেশে ভয়াবহ দুর্ঘটনা। মন্দিরে পুজো দিতে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ল গাড়ি। ঘটনাস্থলেই মৃত্যু হয় তিন শিশু-সহ অন্তত ১১ জনের।

Advertisement

রবিবার সকালে ভয়াবহ ঘটনাটি ঘটেছে গোন্ডা জেলার ইটিয়াথোক জেলায়। দুর্ঘটনার পর স্থানীয়রা প্রথমে উদ্ধারকাজ শুরু করে। চারজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। পরে পুলিশ ও উদ্ধারকারী দল পৌঁছে গাড়িটিকে জল থেকে তোলার পাশাপাশি ১১ জনের মৃতদেহ উদ্ধার করে। এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এই দুর্ঘটনায় যাঁদের মৃত্যু হয়েছে তাঁরা প্রত্যেকেই একই পরিবারের বাসিন্দা। পুলিশ জানিয়েছে, এদিন সকালে মোতিগঞ্জ থানা এলাকার সীহাগাঁওয়ের বাসিন্দা প্রহ্লাদ গুপ্ত পরিবারের সদস্যদের নিয়ে পৃথ্বীনাথ মন্দিরে যাচ্ছিলেন। মন্দিরে যাওয়ার পথেই এমন ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে।

শোকপ্রকাশ করে এক্স হ্যান্ডলে যোগী লেখেন, ‘গোন্ডায় যা ঘটেছে, তা অত্যন্ত হৃদয়বিদারক। শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমাদের সমবেদনা রয়েছে। আহতদের দ্রুত জেলাপ্রশাসন যাতে হাসপাতালে নিয়ে যায়, তার নির্দেশ দেওয়া হয়েছে।’ মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেন তিনি।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ