Advertisement
Advertisement

পুঞ্চে বাস উলটে বিপত্তি, মৃত অন্তত ১১

আহত বহু।

11 passengers has died on bus accident
Published by: Utsab Roy Chowdhury
  • Posted:December 8, 2018 12:24 pm
  • Updated:December 8, 2018 12:25 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জম্মু-কাশ্মীরের পুঞ্চে যাত্রীবাহী বাস উলটে মৃত কমপক্ষে ১১ জন। আহত হয়েছেন ১৯ জন যাত্রী। লোরান থেকে পুঞ্চের দিকে যাচ্ছিল বাসটি। প্লেরার কাছে সরু রাস্তায় পিছলে যায় বাসের চাকা। পাশের ছোট নদীতে উলটে পড়ে বাসটি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ড্রাইভার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় এই দুর্ঘটনাটি হয়েছে। আহতদের উদ্ধার করে মাণ্ডির জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে।

Advertisement

অক্টোবর মাসেও বড় বাস দুর্ঘটনা ঘটে কাশ্মীরের রম্বান জেলার বানিহালে। সেই ঘটনায় মৃত্যু হয়েছিল ২১ জনের। আজ পুঞ্চে যাওয়ার পথে রাস্তার একটি বাঁকে এসে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন ড্রাইভার। রাস্তায় নিচে নদীতে উলটে পড়ে বাসটি। স্থানীয় বাসিন্দারা উদ্ধারকাজে নেমেছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে।

শনিবার রাজ্যে আসছেন না অমিত শাহ, বাতিল সফর

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement