Advertisement
Advertisement
Chhattisgarh

ছত্তিশগড়ে আত্মসমর্পণ ১৩ মাওবাদীর, ৯ জনের মাথার দাম ছিল ২৮ লক্ষ টাকা

আত্মসমর্পণকারী মাওবাদীদের মধ্যে ৪ জন মহিলা।

12 Maoists, including 9 carrying ₹28.50 lakh bounty, surrender in Chhattisgarh's Dantewada
Published by: Subhodeep Mullick
  • Posted:July 10, 2025 5:25 pm
  • Updated:July 10, 2025 5:26 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাও-দমন অভিযানে ফের সাফল্য। বুধবার ছত্তিশগড়ের দান্তেওয়ারা জেলায় অস্ত্রসস্ত্র সমেত আত্মসমর্পণ করলেন ১৩ জন মাওবাদী নেতা। তার মধ্যে ৯ জনের মাথার দাম ছিল ২৮.৫০ লক্ষ টাকা। ছত্তিশগড়-সহ বিভিন্ন রাজ্যে লাগাতার চলতে থাকা অভিযানের মাঝে এত বড় সংখ্যায় আত্মসমর্পণ পুলিশ এবং নিরাপত্তরক্ষীদের বড় সাফল্য হিসাবেই দেখা হচ্ছে।

Advertisement

পুলিশ সূত্রে খবর, আত্মসমর্পণকারী মাওবাদীদের মধ্যে ৪ জন মহিলা। এদিন অস্ত্রসস্ত্র সমেত তারা নিরাপত্তারক্ষীদের সামনে আত্মসমর্পণ করে। তারা জানায়, ‘নৃশংস’ এবং ‘আমানবিক’ মাও আদর্শের প্রতি হতাশ এবং বিরক্ত হয়েই এই সিদ্ধান্ত। পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, আত্মসমর্পণকারীদের মধ্যে দু’জন হলেন মাও-নেতা। তাদের নাম চন্দ্রান্না এবং করুণা। দু’জনেরই মাথার দাম ছিল ৮ লক্ষ টাকা করে।

প্রসঙ্গত, মাওবাদীদের অস্ত্র ত্যাগ করাতে ‘নকশাল আত্মসমর্পণ এবং আক্রান্তদের পুনর্বাসন নীতি ২০২৫’-এ বেশ কিছু পরিবর্তন এনেছে ছত্তিশগড় সরকার। যেখানে আত্মসমর্পণকারী মাওবাদীদের পুনর্বাসন, চাকরি, আর্থিক পুরস্কার এবং আইনি সুরক্ষা প্রদান করা হয়। মাওবাদী নেতাদের পদ অনুযায়ী সুবিধা প্রদান করা হয় নয়া পুনর্বাসন নীতিতে। রাজ্য কমিটি, আঞ্চলিক কমিটি, কেন্দ্রীয় কমিটি এবং পলিটব্যুরোর সদস্যদের মতো উচ্চপদস্থ ক্যাডারদের এককালীন পাঁচ লক্ষ টাকা অনুদান দেওয়া হয়। যাঁরা লাইট মেশিনগান-সহ আত্মসমর্পণ করবেন, তাঁরাও পাবেন পাঁচ লক্ষ টাকা নগদ পুরস্কার। যে সব ক্ষেত্রে মাওবাদী ইউনিটের ৮০ শতাংশ সদস্য একসঙ্গে আত্মসমর্পণ করবেন, সেখানে দ্বিগুণ পুরস্কার প্রদান করা হবে। পুনর্বাসনের এই প্যাকেজে রয়েছে চাকরি এবং সন্তানদের শিক্ষায় সাহায্যও।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ