Advertisement
Advertisement
Madhya Pradesh

বিজেপিশাসিত মধ্যপ্রদেশে একজন কনস্টেবলের পদে ১৩ হাজার আবেদন! প্রার্থীরা পিএইচডি থেকে ইঞ্জিনিয়ার

আবেদনের শর্ত ন্যূনতম দশম শ্রেণি পাশ।

13,000 compete for 1 constable post in Madhya Pradesh

প্রতীকী ছবি

Published by: Biswadip Dey
  • Posted:October 7, 2025 5:37 pm
  • Updated:October 7, 2025 5:38 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খাঁকি রং আসলে গর্বের প্রতীক। কিন্তু বিজেপিশাসিত মধ্যপ্রদেশে তা যেন হয়ে উঠেছে অস্তিত্বের সংগ্রামের প্রতীক। মধ্যপ্রদেশ স্টাফ সিলেকশন বোর্ডের দেওয়া তথ্য অনুসারে, ৭৫০০টি কনস্টেবল পোস্টের জন্য আবেদন জমা পড়েছে ৯ লক্ষ ৭৬ হাজার! এর মধ্যে একটি পোস্টের জন্যই আবেদন করলেন ১৩ হাজার জন! যার মধ্যে রয়েছেন পিএইচডি গবেষকও! বাদ যাননি ইঞ্জিনিয়াররাও। 

Advertisement

জানা যাচ্ছে, ওই পরীক্ষায় বসার আবেদনের জন্য শর্ত ন্যূনতম দশম শ্রেণি পাশ। সর্বোচ্চ পিএইচডি, ইঞ্জিনিয়ার, স্নাতকোত্তর ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ার। আগামী ১৫ সেপ্টেম্বর অনলাইন আবেদন শুরু হয়েছিুল। যা শেষ হওয়ার কথা ছিল ২৯ তারিখ। কিন্তু শেষপর্যন্ত সেই তারিখ বাড়িয়ে করা হয় ৬ অক্টোবর অর্থাৎ সোমবার। মঙ্গলবার জানা গেল জমা পড়া আবেদনের সংখ্যা বিপুল! মোট ৯ লক্ষ ৭৬ হাজার আবেদনকারীর মধ্যে ৪২ পিএইচডি স্কলার যেমন রয়েছেন, তেমনই রয়েছেন ১২ হাজার ইঞ্জিনিয়ার। বেতন কাঠামো ১৯ হাজার ৫০০ টাকা থেকে শুরু করে ৬২ হাজার। পরীক্ষা আগামী ৩০ অক্টোবর। ভোপাল, ইন্দোর, জবলপুর, খান্ডওয়া, নিমুচ, রেওয়া, রতলাম, সাগর, সাতনা, সিধি এবং উজ্জয়িন-সহ মধ্যপ্রদেশের ১১টি জেলা জুড়ে অনলাইনে পরীক্ষা অনুষ্ঠিত হবে। আগামী বছরের মে বা জুনের মধ্যেই মধ্যপ্রদেশ পেতে চলেছে সাড়ে সাতহাজার কনস্টেবল। তবে তার আগেই সকলকে চমকে দিচ্ছে পরিসংখ্যান।

ওয়াকিবহাল মহলের মতে, বিষয়টা কেবলই চাকরির জন্য আবেদনের নয়। তা মধ্যপ্রদেশের তরুণ প্রজন্মের অসহায় দিকটাই তুলে ধরছে। আর সেই কারণেই অতিরিক্ত যোগ্যতাসম্পন্নরাও আবেদন করছেন। কর্মক্ষেত্রের সমস্যার দিকটাই তাতে প্রকট হয়ে উঠছে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ