Advertisement
Advertisement

উধাও হবে ১৫ লক্ষ কোটির বেশি টাকা

সম্ভাব্য হিসাব অন্তত সেটাই বলছে৷

15,00,000 crore rupees will be disappear from Indian market in few days
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:November 9, 2016 5:46 pm
  • Updated:November 9, 2016 5:46 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কালো টাকার কারবার রুখতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেওয়া বেনজির পদক্ষেপে দেশের বাজার থেকে পর্যায়ক্রমে যে পরিমাণ টাকা তুলে নেওয়া হবে, তার পরিমাণ হতে পারে ১৫ লক্ষ কোটিরও বেশি৷ মোদির ঘোষণা অনুযায়ী, মঙ্গলবার মধ্যরাত থেকে পাঁচশো এবং হাজার টাকার নোট বাতিলের খাতায় চলে গিয়েছে৷ পরে ওই দুই অঙ্কের নোট নির্দিষ্ট সময়ের মধ্যে ব্যাঙ্কে বা পোস্ট অফিসে গিয়ে বদলে ফেলতে হবে৷ এই প্রক্রিয়া কার্যকর হলে দেশের বাজার থেকে উঠে আসতে চলেছে ১৫ লক্ষ কোটিরও বেশি টাকা৷ সম্ভাব্য হিসাব অন্তত সেটাই বলছে৷

Advertisement

অদ্ভূত পরিস্থিতিতে যে প্রশ্ন সকলকে ভাবতে বাধ্য করছে, তা হল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (আরবিআই) কাছে কি এত বিপুল সংখ্যক পুরনো পাঁচশো এবং হাজার টাকার নোট বদল করে দেওয়ার মতো পর্যাপ্ত নোট রয়েছে? যা দিয়ে সাম্প্রতিক পরিস্থিতি মোকাবিলা করা সম্ভব? সকলের চাহিদা পূরণ করে এতগুলো পাঁচশো, হাজারের নোট বদলে দেওয়া সম্ভব? আরবিআইয়ের নথি অনুযায়ী, চলতি বছরের ২৮ অক্টোবর পর্যন্ত রিজার্ভ ব্যাঙ্কের কাছে মোট ১৭.৭৭ লক্ষ কোটি টাকা রয়েছে৷ কিন্তু এর কতগুলি পাঁচশো আর কতগুলি হাজারের, সেই পরিসংখ্যান সঠিকভাবে নেই৷ আবার আরবিআইয়েরই সাম্প্রতিক বার্ষিক রিপোর্ট বলছে, তাদের কাছে যে ১৬.৪২ লক্ষ কোটি মূল্যের নোট রয়েছে, তার মধ্যে ৮৬ শতাংশেরও বেশি অর্থাৎ ১৪.১৮ লক্ষ কোটি টাকা পাঁচশো এবং হাজারের নোট সম্বলিত৷ তবে সংখ্যার দিক দিয়ে বিচার করলে, মোট ৯০২৬.৬ কোটি নোটের মধ্যে ২৪ শতাংশ অর্থাৎ প্রায় ২,২০২ কোটি টাকা পাঁচশো এবং হাজারের নোট সম্বলিত৷

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement