সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোমবার বিকেলে বিহার বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণা করল নির্বাচন কমিশন। এদিন বিকেল সাড়ে ৪টে নাগাদ সাংবাদিক বৈঠক করেন নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। জানান, বিহারে বিধানসভা নির্বাচন শুরু হবে আগামী ৬ নভেম্বর থেকে। দু’দফায় নির্বাচন শেষ হবে ১১ নভেম্বর। ফল ঘোষণা ১৪ নভেম্বর। বিহার ভোটে এবার ১৭টি নয়া পদক্ষেপ করেছে কমিশন। আগামিদিনে যা কার্যকর হবে বাংলা-সহ গোটা দেশে।
কী কী পদক্ষেপ করেছে কমিশন?
১। বুথ স্তরের এজেন্টদের দিল্লিতে নিয়ে গিয়ে প্রশিক্ষণ।
২। বুথ স্তরের নির্বাচন আধিকারিকদের দিল্লিতে নিয়ে গিয়ে প্রশিক্ষণ।
৩। বুথ স্তরের পুলিশ আধিকারিকদের প্রশিক্ষণ।
৪। বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর।
৫। নির্বাচনী কর্মকর্তাদের পারিশ্রমিক বৃদ্ধি।
৬। বুথ পর্যায়ের আধিকারিকদের জন্য রাখা হয়েছে ফটো আইডি কার্ড।
৭। বিনামূল্যে ভোটারদের পরিচয়পত্র বিতরণ।
৮। ভোটদাতাদের ভোটগ্রহণ কেন্দ্রের বাইরে নিজেদের ফোন জমা রেখে ভোট দিতে যাওয়ার নিয়ম।
৯। ভোটার ইনফরমেশন স্লিপকে আরও স্বচ্ছ করে তোলা।
১০। ভোটারদের সহজে যাচাইয়ের জন্য বিশেষ ব্যবস্থা
১১। ECINet অ্যাপের ভিতরে সব নির্বাচনী সংক্রান্ত অ্যাপের অন্তর্ভুক্তিকরণ।
১২। এক একটি বুথে ভোটারের সংখ্যা ১২০০-র বেশি হবে না।
১৩। প্রার্থীদের ক্যাম্প থাকবে ভোট কেন্দ্র থেকে কমপক্ষে ১০০ মিটার দূরে।
১৪। ভোটকেন্দ্রেগুলিতে ওয়েবকাস্টিং-এর সুবিধা।
১৫। ইভিএম, ব্যালট পেপার সংক্রান্ত নির্দেশিকার সংশোধন।
১৬। ডিজিটাল ইনডেক্স কার্ড এবং তার রিপোর্ট।
১৭। গড়মিল এড়াতে বাধ্যতামূলকভাবে VVPAT গণনা এবং পোস্টাল ব্যালট গণনাকে আরও সহজ করে তোলা।
উল্লেখ্য, নির্বাচনী প্রস্তুতির সঙ্গেই গত ৩০ সেপ্টেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হয়েছে বিহারে। এই এসআইআর বা বিশেষ নিবিড় সংশোধনী নিয়ে কম উত্তেজনা হয়নি বিহারে। এই তালিকা থেকে অন্তত ৬৫ লক্ষ মানুষের নাম বাদ পড়েছে বলে অভিযোগ তুলেছে বিরোধীরা। যদিও বিরোধীদের অভিযোগকে বিশেষ আমল না দিয়ে রবিবার কমিশনার বলেন, “এসআইআরে যাঁদের নাম বাদ পড়েছে তাঁদের কাছে আবেদন তাঁরা যদি যোগ্য ভোটার হন তাহলে মনোনয়নের সময়সীমার ১০ দিন আগে পর্যন্ত ফর্ম ৬ বা ফর্ম ৭ পূরণ করে জমা দিতে পারেন।” সোমবার এসআইআরের ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, “বিহার দেশকে পথ দেখিয়েছে।” আগামিদিনে গোটা দেশে এই প্রক্রিয়া চালুর কথাও বলেছেন জ্ঞানেশ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.