Advertisement
Advertisement
Maharastra

‘তুমিও তো কম নম্বর পেয়েছিলে’, রেজাল্ট খারাপ হতেই বাবাকে বলল মেয়ে, তারপর যা ঘটল…

সর্বভারতীয় নিটের প্রস্তুতি নিচ্ছিল মহারাষ্ট্রের ওই কিশোরী।

17-Year-Old Girl Beaten To Death By Headmaster Father in Maharastra

প্রতীকী ছবি।

Published by: Gopi Krishna Samanta
  • Posted:June 23, 2025 4:37 pm
  • Updated:June 23, 2025 5:16 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কম নম্বর পাওয়ায় পাশ করতে পারেনি সর্বভারতীয় নিটের মক টেস্টে। সেই কারণেই স্কুল শিক্ষক বাবার নির্মম অত্যাচারে অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হল ১৭ বছরের এক কিশোরীর। মহারাষ্ট্রের সাংলি জেলার এমন ঘটনাটি সম্প্রতি প্রকাশ্যে এসেছে।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত সাধনা ভোঁসলে মহারাষ্ট্রের আটপাড়ির একটি স্কুলে দ্বাদশ শ্রেণিতে পড়ত। সর্বভারতীয় নিটে বসার প্রস্তুতি নিচ্ছিল সে। এর জন্য মক টেস্টও দিচ্ছিল। কিন্তু মক টেস্টে ভালো ফলাফল করতে না পারায় তার উপর ক্ষিপ্ত হয়ে ওঠে পেশায় স্কুল শিক্ষক বাবা।

অভিযোগ, সাধনার খারাপ রেজাল্ট দেখে তার বাবা ধোন্দিরাম ভোঁসলে বকাবকি করতে থাকেন। এমন সময় সাধনা তার বাবাকে বলে, ‘তুমিও তো কম নম্বর পেয়েছিলে।’ আর এতেই রেগে যান ধোন্দিরাম। লাঠি দিয়ে মেয়েকে মারধর শুরু করেন তিনি। নির্মমভাবে মারার ফলে জ্ঞান হারিয়ে ফেলে সাধনা। স্ত্রীর বাধাকে উপেক্ষা করে মেয়েকে বেধড়ক মারেন ধোন্দিরাম। অজ্ঞান হয়ে পড়ে থাকলেও হাসপাতালে নিয়ে যাওয়া হয়নি সাধনাকে।

পরেরদিন সকালে অনেক ডাকাডাকির পরেও মেয়ে না উঠলে ভয় পেয়ে যান ধোন্দিরাম ও তাঁর স্ত্রী। তড়িঘড়ি মেয়েকে নিয়ে হাসপাতালে ছোটেন তাঁরা। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় সাধনার। যদিও হাসপাতালের চিকিৎসকদের কাছে মেয়ের শরীরে আঘাত নিয়ে মিথ্যে কথা বলেন পেশায় স্কুল শিক্ষক ধোন্দিরাম। চিকিৎসকদের তিনি জানান, পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়েছিল মেয়ে। তবে ময়ানাতদন্তের রিপোর্টে দেখা যায় আঘাতের ফলে শরীরের ভিতরে অতিরিক্ত রক্তক্ষরণের ফলেই মৃত্যু হয়েছে সাধনার। ঘটনার পর থানায় অভিযোগ দায়ের করেন ধোন্দিরামের স্ত্রী। এরপরই অভিযুক্ত বাবাকে গ্রেপ্তার করে পুলিশ।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ