Advertisement
Advertisement
Himachal Pradesh

হিমাচলে আচমকা ভাঙল পাহাড়ের একাংশ, ধসে চাপা পড়ল বাস, অন্তত ১৮ যাত্রীর মৃত্যু

বেসরকারি বাসটিতে মোট ৩০ জন যাত্রী ছিলেন।

18 dead after a landslide hits bus in Himachal Pradesh
Published by: Kishore Ghosh
  • Posted:October 7, 2025 8:44 pm
  • Updated:October 7, 2025 10:59 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হিমাচলে ভয়ংকর দুর্ঘটনা। বিলাসপুরে আচমকা ভূমিধসে চাপা পড়ল একটি বাস। এই ঘটনায় কমপক্ষে ১৮ জন যাত্রীর মৃত্যু হয়েছে। মাটি-পাথরের নিচে আরও বাসযাত্রীর আটকে থাকার আশঙ্কা রয়েছে। জিসিবি মেশিন দিয়ে শুরু হয়েছে উদ্ধারকাজ।

Advertisement

বিলাসপুর জেলার বাল্লু সেতুর কাছে আচমকা পাহাড়ের একাংশ ভেঙে পড়ে। চোখের নিমেষে রাস্তায় উপর নেমে আসে মাটির স্তূপ আর পাথরের চাঁই। সেই সময় ওই পথ দিয়ে যাচ্ছিল একটি বেসরকারি বাস। ওই বাসটি মাটি ও পাথরের চাঁইয়ের নিচে চাপা পড়ে যায়। ভিতরে আটকে পড়েন যাত্রীরা। উদ্ধারকাজ শুরু হলে প্রাথমিক ভাবে তিন জন যাত্রীকে ভূমিধসের নিচ থেকে বের করা সম্ভব হয়েছে। জীবিত যাত্রীদের উদ্ধারে জারি রয়েছে উদ্ধারকাজ।

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে বিলাসপুরের ডেপুটি কমিশনার রাহুল কুমার জানিয়েছেন, দুর্ঘটনায় ১৮ জনের মৃত্যু হয়েছে। তিন জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা গিয়েছে। অনুমান করা হচ্ছে যে বেসরকারি বাসটিতে মোট ৩০ জন যাত্রী ছিলেন। একটি ভিডিও প্রকাশ্যে এসেছে, যেখানে দেখা গিয়েছে জেসিবি ব্যবহার করে মাটি-পাথরের স্তূপ সরাচ্ছে প্রশাসনের উদ্ধারকারী দল। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ