সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হিমাচলে ভয়ংকর দুর্ঘটনা। বিলাসপুরে আচমকা ভূমিধসে চাপা পড়ল একটি বাস। এই ঘটনায় কমপক্ষে ১৮ জন যাত্রীর মৃত্যু হয়েছে। মাটি-পাথরের নিচে আরও বাসযাত্রীর আটকে থাকার আশঙ্কা রয়েছে। জিসিবি মেশিন দিয়ে শুরু হয়েছে উদ্ধারকাজ।
বিলাসপুর জেলার বাল্লু সেতুর কাছে আচমকা পাহাড়ের একাংশ ভেঙে পড়ে। চোখের নিমেষে রাস্তায় উপর নেমে আসে মাটির স্তূপ আর পাথরের চাঁই। সেই সময় ওই পথ দিয়ে যাচ্ছিল একটি বেসরকারি বাস। ওই বাসটি মাটি ও পাথরের চাঁইয়ের নিচে চাপা পড়ে যায়। ভিতরে আটকে পড়েন যাত্রীরা। উদ্ধারকাজ শুরু হলে প্রাথমিক ভাবে তিন জন যাত্রীকে ভূমিধসের নিচ থেকে বের করা সম্ভব হয়েছে। জীবিত যাত্রীদের উদ্ধারে জারি রয়েছে উদ্ধারকাজ।
Bilaspur, Himachal Pradesh | At least 10 people were killed and several others injured after a private bus was hit by a landslide in the Balurghat area of Jhandhuta subdivision in Himachal Pradesh’s Bilaspur district. Excavation and rescue operations are continuing on a war…
— ANI (@ANI)
একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে বিলাসপুরের ডেপুটি কমিশনার রাহুল কুমার জানিয়েছেন, দুর্ঘটনায় ১৮ জনের মৃত্যু হয়েছে। তিন জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা গিয়েছে। অনুমান করা হচ্ছে যে বেসরকারি বাসটিতে মোট ৩০ জন যাত্রী ছিলেন। একটি ভিডিও প্রকাশ্যে এসেছে, যেখানে দেখা গিয়েছে জেসিবি ব্যবহার করে মাটি-পাথরের স্তূপ সরাচ্ছে প্রশাসনের উদ্ধারকারী দল। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.